মঙ্গলপুরার রামকৃষ্ণপুরে অবশেষে প্রায় দুই কিমি রাস্তা পাকা হচ্ছে, পুজোর পরেই কাজ শুরু, বরাদ্দ দেড় কোটি টাকা
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, হবিবপুর: কাঁচা রাস্তা পাকা করার দাবিতে আন্দোলন, বিক্ষোভ, ভোট বয়কট,- কিছুই বাদ দেননি গ্রামের বাসিন্দারা। গত লোকসভা ভোটের দিনও সরগরম হয়ে উঠেছিল হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর এলাকা। রাস্তা মেরামতের সেই দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। পুজোর পরেই রাস্তার কাজ শুরু হবে। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে প্রায় দুই কিমি রাস্তা নির্মাণ করা হবে। পুজোর পর কাজ শুরু হবে।
রামকৃষ্ণপুর থেকে জগন্নাথপুর ফেরিঘাট পর্যন্ত প্রায় ৪ কিমি রাস্তার পুরোটাই কাঁচা ও বেহাল। বর্ষায় এই রাস্তায় ভোগান্তি চরমে ওঠে। প্রশাসনের সমস্ত দপ্তরে বিষয়টি জানিয়েও এতদিন কোনও সুরাহা মেলেনি। রাস্তার দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ এমনকী দু’বার ভোট বয়কটও করেন এলাকাবাসী। ২০২৪ সালের লোকসভা ভোট বয়কট করতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর রীতিমতো ‘খণ্ডযুদ্ধ’ বেঁধে যায়। গ্রামবাসীদের পাশাপাশি আহত হন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। শেষ পর্যন্ত রাস্তা পাকা হওয়ার খবরে এলাকায় খুশির হাওয়া।
প্রশাসন সূত্রে খবর, অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। পুজোর পরই কাজ শুরু হবে। আপাতত প্রায় দুই কিমি রাস্তা পাকা হচ্ছে। রাস্তার বাকি অংশ পরবর্তীতে পাকা করা হবে। প্রশাসনের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা সুমিত মণ্ডল।
এবিষয়ে উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন বিভাগের চেয়ারম্যান রঞ্জিত সরকার বলেন, জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম। পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং গ্রামবাসীর দাবিকে মাথায় রেথে রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। পুজোর পরে কাজের সূচনা হবে। নিজস্ব চিত্র