• পুজোতে বাস, টোটো, ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা পুলিশের
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুলিশের প্রকাশিত পুজোর গাইড ম্যাপে এবার রাখা হয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করলেই জানা যাবে শহরের কোন পুজো কোথায় হচ্ছে। কীভাবে, কোন রাস্তা ব্যবহার করে সেই পুজো মণ্ডপে পৌঁছনো যাবে। তার সঠিক অবস্থানই কোথায়। পুজোর দিনগুলিতে ভারী ও মালবাহী গাড়ি বিকেল চারটা থেকে ভোর চারটা পর্যন্ত শহরে ঢুকবে না। সেগুলি চকচকা, হরিমন্দির, খাগড়াবাড়িতে আটকানো হবে। 

    পুজোর সময় বক্সিরহাট ও তুফানগঞ্জগামী যাত্রীবাহী বাসগুলি বিকেল চারটায় বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে সরাসরি কোর্ট মোড় হয়ে সুনীতি রোডে উঠবে ও সেখান থেকে হরিশপাল চৌপথি, রেলগুমটি, চকচকা হয়ে যাতায়াত করবে। শিলিগুড়ি বা আলিপুরদুয়ার থেকে আসা বাসগুলি বিকেল চারটা থেকে খাগড়াবাড়ি দিয়ে কোচবিহার বাসস্ট্যান্ডে না এসে চকচকা দিয়ে ঢুকে স্টেশন চৌপথি হয়ে সুনীতি রোড বাসস্ট্যান্ডে প্রবেশ করবে। একই পথে আবার ফিরে যাবে। দিনহাটা ও মাথাভাঙাগামী বাসগুলি সুনীতি রোড, স্টেশন চৌপথি হয়ে মরাপোড়া চৌপথি হয়ে ঘুঘুমারি দিয়ে চলাচল করবে।

    পুজোর আগের দিনগুলিতে কোচবিহার শহরে টোটো ও অন্যান্য যানবাহনের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে পুজোর দিনগুলিতে টোটো নিয়ন্ত্রণ করা হবে।  টোটো চলবে শুধুমাত্র সুনীতি রোড, পুলিশ লাইন চৌপথি, মা ভবানী চৌপথি, পাওয়ার হাউস চৌপথি, রাজবাড়ি মেইন গেট হয়ে আবার সুনীতি রোডে ফিরে যাবে।

    জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, পুজোর দিনগুলিতে নির্দিষ্ট করে দেওয়া রুটেই টোটো চলবে। বাসস্ট্যান্ডে বা কোনও পুজো মণ্ডপে টোটো প্রবেশ করতে পারবে না। কোচবিহার ট্রাফিক পুলিশ দিনগুলিতে বিশেষ নজর রাখবে।
  • Link to this news (বর্তমান)