সংবাদদাতা, মেদিনীপুর: থিমের প্রতিযোগিতায় এবারও নজর কাড়বে ডেবরা বাজার মুম্বই রোড সর্বজনীন শারদোৎসব জনকল্যাণ সমিতি। প্রতিবছরই এই পুজো কোনও না কোনও পুরস্কার জিতে নেয়। পুজো কমিটির তরফে শীতেশ ধারা বলেন, এবার মন্দিরের আদলে কাঠের মণ্ডপ গড়া হচ্ছে। নানা কারুকার্যে সেই মণ্ডপ সাজিয়ে তোলা হবে। মণ্ডপের ভিতরে সাবেকি দেবীপ্রতিমার পুজো হবে।
পুজো কমিটির সম্পাদক চন্দন মহাপাত্র বলেন, গত ৩৩ বছরে আমরা অনেকবার পুরস্কার পেয়েছি। সেটা আমাদের উৎসাহ আরও বাড়িয়েছে। ডেবরা ছাড়াও আশপাশের এলাকা থেকে বহু মানুষ এই পুজো দেখতে আসেন। পুজোর বাজেট প্রায় ১২লক্ষ টাকা। পুজোর পাশাপাশি আমরা সামাজিক কর্মসূচিও করি। এবার দুঃস্থদের বস্ত্রদান করা হবে।
কমিটির সভাপতি নিতাই মাইতি সহ কমিটির সবাই সর্বাঙ্গসুন্দর পুজো আয়োজনে তৎপর রয়েছেন। এই পুজো ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ রয়েছে। নিতাইবাবু বলেন, আশা করছি, প্রতিবছরের মতো এবারও আমাদের পুজো দর্শনার্থীদের নজর কাড়বে। শীতেশবাবু বলেন, আমরা মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান পেয়েও খুব খুশি। গ্রামাঞ্চলের ছোট ছোট পুজো কমিটি এই অনুদানে অনেকটাই উপকৃত হয়।