• ‘ভারত কা বেটি তুঝে সালাম’ থেকে সংগ্রহশালার মতো তৈরি হচ্ছে মণ্ডপ
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • তামিম ইসলাম, ডোমকল: থিমযুদ্ধে কাঁপছে ডোমকল। পুজোয় মহকুমাজুড়ে যেন থিমের ছড়াছড়ি। কোথাও প্রাচীন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ, তো কোথাও আবার মণ্ডপ সেজে উঠেছে সংগ্রহশালার আদলে। পঞ্চমী থেকেই ভিড় উপচে পড়ছে মণ্ডপগুলিতে। চলছে রিলস তৈরির হিড়িক।

    থিমের লড়াইয়ে জেলার তাবড় তাবড় পুজো উদ্যোক্তাদের বরাবরই টক্কর দিয়ে থাকে ডোমকলের ২৪ পল্লি সর্বজনীন। এবার তাদের থিম ‘আলিপুর ইনডিপেনডেন্ট মিউজিয়াম’। ইতিমধ্যেই ওই পুজো মণ্ডপ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ডোমকলের বাবুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবার গুজরাটের রাজকোটের শ্রীরামকৃষ্ণ মঠের আদলে মণ্ডপ তৈরি করছে। সঙ্গে রয়েছে জমকালো আলোর রোশনাই ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। পিছিয়ে নেই ডোমকলের পিটি রসুলপুর সর্বজনীন। এবার দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তারা পুজো মণ্ডপ তৈরি করেছে। এবারের তাদের থিম হল দেবাঙ্গনে মাতৃবন্দনা। বাহারি আলোর রোশনাই পুজো মণ্ডপটিতে আলাদা মাত্রা যোগ করেছে। ডোমকলের লক্ষ্মীনাথপুর সর্বজনীন পুজো কমিটি এবার বাল্যবিবাহ বন্ধের পাশপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তাকে সামনে রেখে তাদের মণ্ডপটিকে সাজিয়ে তুলেছে। 

    এই থিমযুদ্ধে শুধু ডোমকল শহরই নয়, পিছিয়ে নেই রানিনগরের পুজো উদ্যোক্তারাও। এই যেমন রানিনগরের ডাকবাংলো পুজো কমিটির থিম ‘ভারত কা বেটি তুঝে সালাম’। সেখানে অপারেশন সিন্দুরের প্রধান দুই মুখ-কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিংকে সামনে রেখে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। 

    নবীপুর সর্বজনীন কমিটি আবার তাদের মণ্ডপটিকে পরিবেশ বান্ধব পুজো মণ্ডপ হিসেবে সাজিয়ে তুলেছে। শেখপাড়া বাজার সর্বজনীনের এবারের থিম মাতৃশক্তির আরাধনা। তবে শুধু এগুলিই নয়, ডোমকল, জলঙ্গি, রানিনগর, ইসলামপুরজুড়ে এবারের পুজোয় ছোটছোট থিমগুলিকে সামনে রেখে বহু মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে।  রাতের অন্ধকারে বাইরে লাগানো রঙিন এলইডি আলোর ঝলকালিতে বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠছে মণ্ডপগুলি। পাশপাশি প্যান্ডেলজুড়ে সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে বিভিন্ন গানের শব্দ। পঞ্চমী থেকেই দর্শনার্থীর ঢল শুরু করেছে পুজো মণ্ডপগুলিতে। ভিড়ের কথা মাথায় রেখে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে এবার মণ্ডপে ঢোকার ও বেরনোর আলাদা রাস্তা করা হয়েছে। বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে ও ভিড় নিয়ন্ত্রণের জন্য কমিটিগুলির তরফে বহু স্বেচ্ছাসেবী রাখা হয়েছে। অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)