পঞ্চগুড়ি যুব দলের থিম ‘মর্ত্যের মঙ্গলকামনায় ঘরে ঘরে উমা’
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, লালবাগ: ৪১ তম বর্ষে জিয়াগঞ্জের কানাইগঞ্জ পঞ্চগুড়ি যুব দলের পুজোর থিম ‘মর্ত্যের মঙ্গলকামনায় ঘরে ঘরে উমা’। সেই সঙ্গে থাকছে ডাকের সাজের প্রতিমা। মণ্ডপের দু’পাশের রাস্তা আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। শনিবার পঞ্চমীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস, স্থানীয় কাউন্সিলার ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অষ্টমীতে দেবীর ভোগে পোলাও, পনির, কাশ্মীরি আলুর দম, সাতরকম ভাজা, পাঁচতরকারি, চাটনি, পায়েস, ফল ও রকমারি মিষ্টি নিবেদন করা হয়। সন্ধিপুজোর ভোগে লুচি, পায়েস ও মিষ্টি দেওয়া হয়। নবমীতে বাড়ি বাড়ি প্রসাদ বিলির পাশাপাশি দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিলি করা হয়। দশমীতে শোভাযাত্রা করে ভাগীরথীর সদরঘাটে প্রতিমা নিরঞ্জন হয়। পুজো কমিটির সম্পাদক শ্বাশ্বত চক্রবর্তী বলেন, পুজোর ক’দিন মণ্ডপে মানুষের ঢল নামে।
জিয়াগঞ্জের পাশাপাশি আজিমগঞ্জ, ভগবানগোলা, লালগোলা থেকেও মানুষ আসে। অন্যতম দুই প্রধান উদ্যোক্তা হীরালাল ভকত ও বাপ্পা দাস বলেন, আগে এই এলাকায় পুজো হতো না। ১৯৮৫সালে স্থানীয় কয়েকজনের উদ্যোগে পুজো শুরু হয়। দুর্গাপুজোর ক’দিন এলাকার সকলে উৎসবে মেতে ওঠে।