সবুজই রুখতে পারে বিশ্ব উষ্ণায়ন, বার্তা জগন্নাথপুর গান্ধী মেমোরিয়ালের
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, বজবজ: বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করতে কী কী করা প্রয়োজন? এই বিষয়ে বার্তা দিতে জগন্নাথপুর গান্ধী মেমোরিয়াল লাইব্রেরি দুর্গাপুজোকে সামনে রেখে এবার অভিনব উদ্যোগ নিয়েছে। প্রকৃতির সবুজ গাছপালা ও বন্যপ্রাণ এবং মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ককে মণ্ডপের ভিতরে ও বাইরে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। প্রতিমা থেকে মণ্ডপ– সব কিছুই প্রকৃতির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। বিগত বছরে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি দুই গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গান্ধী মেমোরিয়াল বাংলার হস্তশিল্পের জাগরণের ভাবনাকে তুলে ধরে সাড়া ফেলে দিয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে তাদের ভাবনা হল ‘বিশ্ব উষ্ণায়নের রক্ষাকবচ’। তার অঙ্গ হিসেবে প্রতিমা তৈরির উপাদান পুরোটাই হয়েছে পাট। পাটের দড়ি দিয়ে সূক্ষ্ম কারুকাজের মাধ্যমে নিখুঁতভাবে তৈরি হয়েছে দেবীর চোখ থেকে পোশাক। কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী একইভাবে হয়েছে। এই পুজো কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল বলেন, এবার আমাদের পুজো ১৫ বছরে পা দিল। প্রতিবার সমাজ ও প্রকৃতি রক্ষার জন্য নতুন নতুন ভাবনা সামনে আনা হয়। দর্শকরা আমাদের মণ্ডপে এসে যাতে শুধু মুগ্ধ নন, মনে ভালোলাগা নিয়ে ফিরতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই মণ্ডপ থেকে প্রতিমায় প্রকৃতিকে যুক্ত করা হয়েছে। মণ্ডপের বাইরে ও ভিতরে কৃত্রিম ঘাস, কাঠের ছোট ছোট টুকরো এবং বিভিন্ন গাছের ছাল, সরু ডাল দিয়ে জঙ্গল এবং গাছপালা তৈরি করা হয়েছে। কাঠের টুকরো দিয়ে বক, হরিণ ছাড়াও বাবুইপাখির বাসা তৈরি হয়েছে। মণ্ডপে ঢোকার পর মনে হবে, কোনও অচেনা জঙ্গলে চলে এসেছি। সবুজ পরিবেশ তৈরির জন্য মণ্ডপের ভিতর সবুজ আলো দেওয়া হয়েছে। বাইরের গেটগুলিতেও সবুজ আলোর বাহার। এক কথায়, সবুজের ঘেরাটোপ ছাড়া বিশ্ব উষ্ণায়নের হাত থেকে এই মানব সভ্যতাকে রক্ষা করার কোনও বিকল্প পথ নেই। আমাদের মণ্ডপে এই বার্তাই তুলে ধরা হয়েছে।