• জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের জমা জলে বিদ্যুতের বলি হলেন এক বৃদ্ধা। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে সরশুনা থানা এলাকার ক্ষুদিরাম পল্লিতে। মৃতার নাম শ্রাবন্তী দেবী (৬৬)। ওই এলাকায় জল জমে ছিল। তার মধ্যেই বাড়ির সামনের দোকানের লোহার দরজা খুলতে যান বৃদ্ধা। তখনই ছিটকে জলের মধ্যে পড়ে যান মহিলা। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সরশুনা থানার আধিকারিকরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

    স্থানীয়রা জানিয়েছেন, শ্রাবন্তী দেবীর বাড়ির সামনেই তাঁর একটি মুদি দোকান রয়েছে। এদিন সকালে সেটি খুলতে বাড়ি থেকে বের হন তিনি। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধা। ঘটনাচক্রে, গত সোমবার রাতভর বৃষ্টির জেরে কোমর সমান জল জমে যায় ক্ষুদিরাম পল্লিতে। সেই জল শনিবার পর্যন্ত জমে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সিইএসসির কর্তারা। বিদ্যুৎবন্টনকারী সংস্থা জানিয়েছে, দোকানের উপর  তার রয়েছে। সেটির ইনসুলেশন ঠিক ছিল না। সেই তারটি দোকানের লোহার দরজার সঙ্গে লেগে থাকায় সেটি বিদ্যুৎপরিবাহী হয়ে যায়। জমা জলে দাঁড়িয়ে তাতে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান বৃদ্ধা।
  • Link to this news (বর্তমান)