• দখল হচ্ছে চিটফান্ডের বাজেয়াপ্ত সম্পত্তি!
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিভিন্ন চিটফান্ডের বিপুল সম্পত্তি পড়ে রয়েছে রাজ্য এবং ভিন রাজ্যে। আর দীর্ঘ দিন ধরে পড়ে থাকার কারণে তা দখল হয়ে যাচ্ছে। অথচ এই সম্পত্তিগুলি বিক্রি করেই আমানতকারীদের টাকা ফেরানোর কথা। এখন এই সম্পত্তি দখল হয়ে যাওয়ার কারণে টাকা ফেরত পাওয়া নিয়ে সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন প্রতারিত আমানতকারীরা। ঘুম ছুটছে হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটিগুলিরও। মুর্শিদাবাদের জঙ্গিপুরে একটি চিটফান্ডের জমি দখল করে প্রকল্প গড়ে তুলেছিল খোদ জঙ্গিপুর পুরসভা। সেই প্রকল্প বন্ধ করতে হস্তক্ষেপের মধ্যেই বহরমপুরে বানজেঠিয়া মৌজায় প্রায় ১৫৮ ডেসিমেল জায়গা দখল করে কে বা কারা বেআইনি নির্মাণ করছে বলে খবর। যে কারণে এবার মুর্শিদাবাদের জেলা শাসক, পুলিশ সুপার ও স্থানীয় থানাকে চিঠি দিল আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত প্রাক্তন বিচারপতি এসপি তালুকদার কমিটি। এর আগে মামলাকারীদের তরফে আইনজীবী অরিন্দম দাস বলেন, প্রায় এক দশক আগে চিটফান্ড দুর্নীতি সামনে আসার পর অন্যান্য সংস্থার মতো হাইকোর্টের নির্দেশে র‍্যামেল গ্রুপের বানজেঠিয়া মৌজায় সম্পত্তিও বাজেয়াপ্ত হওয়ার পর তালুকদার কমিটির জিম্মায় যায়। কিন্তু সেই জমির একাংশ এখন দখল হয়ে যাচ্ছে। শুধু রাজ্যেই নয়, রাজ্যের বাইরেও এমন বিভিন্ন সংস্থার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর পড়ে রয়েছে। তা এখনও বিক্রি না হওয়ায়, দখলদারদের নজরে পড়ছে। ফলে আমানতকারীদের টাকা ফেরত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
  • Link to this news (বর্তমান)