নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের যে কোনও শিক্ষা বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পাস সার্টিফিকেটকে এবার সমান মর্যাদা দেবে কেন্দ্রীয় সরকার। এমনই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক। অর্থাৎ, সিবিএসই কিংবা সিআইসিএসইর দশম ও দ্বাদশের সার্টিফিকেটের সমতুল হবে পশ্চিমবঙ্গের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শংসাপত্র। দু’য়ের মানে কোনও ফারাক থাকবে না। ইতিমধ্যেই এই ব্যাপারে সরকারি বিবৃতিও জারি করা হয়েছে শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে। আধিকারিকদের দাবি, এর ফলে উচ্চ শিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। শিক্ষা বিশেষজ্ঞ মহলের মতে, ইতিপূর্বে এহেন সম-মানের বিষয় না থাকায় বহু ক্ষেত্রেই অসুবিধের মধ্যে পড়তে হতো পড়ুয়াদের। বোর্ড ভেদে গুরুত্বও কম দেওয়া হতো। অন্তত বিভিন্ন সময় এমন অভিযোগ করেছেন পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ। নয়া ব্যবস্থায় এই সমস্যার সমাধান হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি মেনেই এহেন পদক্ষেপ করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর এব্যাপারে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষামন্ত্রকের আওতাধীন স্কুল শিক্ষা দপ্তর। এরপর এই সংক্রান্ত সরকারি বিবৃতি জারি করল কেন্দ্রীয় সরকার। ২০২১ সালের ১৫ নভেম্বর এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তার পরিবর্তে এবার এটিই কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, শিক্ষামন্ত্রকের আওতায় থাকা এনসিইআরটি-র (ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং) মাধ্যমেই সামগ্রিক কাজ হবে। তারাই এই ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এই সম-মান বজায় থাকবে দেশজুড়ে।