• পুজোর ৫ দিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কল্যাণী শহরের মধ্যে বন্ধ থাকবে ট্রেন
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: দুর্গাপুজোর রেকর্ড ভিড় নিয়ন্ত্রণ করতে এবার কল্যাণী শহরের জন্য কিছুটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল পূর্ব রেল। গত দু’বছর ঘোষপাড়া স্টেশনে আপ ট্রেনকে ‘গ্যালপিং’ করা হয়েছিল। ডাউনে সেই ট্রেন দাঁড় করানো হচ্ছিল। স্টেশন সংকীর্ণ হওয়ার কারণেই ভিড় সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার আরও সাবধানী রেল কর্তৃপক্ষ। তাই সিদ্ধান্ত হয়েছে, উৎসবের দিনগুলিতে সন্ধ্যের পর কল্যাণী শহরের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। আজ, রবিবার অর্থাৎ ষষ্ঠী থেকে বৃহস্পতিবার, দশমী পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সমস্ত কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী শহরের মধ্যে বন্ধ রাখা হবে। তবে সকাল ৬টা  থেকে সন্ধ্যা ৬টা  পর্যন্ত ওই ট্রেন চলবে যথারীতি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ট্রেনগুলি শিয়ালদহ থেকে ছেড়ে কল্যাণী মেইন স্টেশন পর্যন্ত আসবে। সেখান থেকেই ফিরতি পথে অর্থাৎ ডাউন লাইনে রওনা দেবে ট্রেনটি। অর্থাৎ, এই ক’দিন ট্রেনগুলি কল্যাণী মেইন স্টেশনের পর কল্যাণী শিল্পাঞ্চল, কল্যাণী ঘোষপাড়া হয়ে কল্যাণী সীমান্ত স্টেশন পর্যন্ত যাবে না সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। 

    প্রসঙ্গত, ঘোষপাড়া স্টেশনের কাছেই রয়েছে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো। বছর বছর ভিড় বাড়ছে এই পুজো দেখতে। স্টেশন থেকে নেমেই দর্শকদের যাতে হুড়োহুড়ি না পড়ে যায়, তার জন্য স্থানীয় প্রশাসনের তরফে রেলের কাছে ট্রেন না চালানোর আবেদন জানানো হয়েছিল। তার ভিত্তিতেই রেল শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। 

    রেল সূত্রে খবর, গত বছর পুজোর দিনগুলিতে ট্রেনে করে প্রত্যেক দিন গড়ে দু’লক্ষ মানুষ কল্যাণীতে ঠাকুর দেখতে এসেছিলেন। সেই সংখ্যাটা এবার আরও বাড়তে পারে। তবে রেলের এই সিদ্ধান্ত নিয়ে শহরের অনেক বাসিন্দাই অসন্তুষ্ট। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এনিয়ে সরব হয়েছেন। তাঁদের বক্তব্য, পুজোর এই ক’দিন এমনিতেই কল্যাণীর রাস্তায় হাঁটাচলা দুষ্কর হয়ে ওঠে অতিরিক্ত যানজটের কারণে। তখন ট্রেনই একমাত্র ভরসা ছিল। সেটাও এখন বন্ধ করে দেওয়া হলে মানুষ যাবে কোথায়! -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)