• ট্রেনের ধাক্কা, মৃত ৩
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পঞ্চমীর রাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিয়ালদহ মেন শাখার শ্যামনগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ২৩ নম্বর রেলগেটের কাছে লাইন পার হচ্ছিলেন এক পুরুষ ও এক মহিলা। সেই সময়ে বালুরঘাট এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর জখম হন তাঁরা। দু’জনকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা সুব্রত রায়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ট্রেনে কাটা পড়া পুরুষ ও মহিলা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের নাম বা পরিচয় জানা যায়নি। যদিও রেল পুলিশের দাবি, ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যুর খবর মিলেছে।  হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)