• আলো নেভালেন উদ্যোক্তারা, বন্ধ মহম্মদ আলি পার্কের মণ্ডপ
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘুরপথে মণ্ডপে আসতে হচ্ছে দর্শনার্থীদের। ফলে চূড়ান্ত সমস্যায় পড়ছেন দর্শনার্থীরা। আর সেই কারণে কার্যত পুলিশের উপর ক্ষোভ উগরে শনিবার, পঞ্চমীতে প্যান্ডেলের আলো বন্ধ করে দিলেন মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তারা। রাত ১০টার পর বন্ধ করে দেওয়া হয় মণ্ডপ। উদ্যোক্তাদের অভিযোগ, অন্য বছরে দর্শনার্থীরা যে রুট ধরে মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে, মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। দর্শনার্থীরা চলে যাচ্ছেন অন্য মণ্ডপে। বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশকে বলা হলেও কাজ হয়নি। সেই কারণেই শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দেন উদ্যোক্তারা। দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় মণ্ডপ। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের দাবি, দর্শনার্থীদের জন্য কোনও রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি। কলেজ স্কোয়ার-এমজি রোড পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে মানুষকে। এরপর কেউ সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহম্মদ আলি পার্কের প্যান্ডেলে যেতে পারেন।
  • Link to this news (বর্তমান)