টাকা দিয়ে কংগ্রেসকর্মীকে খুনের পরিকল্পনা ফাঁস অধীরের
দৈনিক স্টেটসম্যান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যকে খুনের পরিকল্পনা করা হচ্ছে বলে বিস্ফোরক দাবি বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। খুনের জন্য সুপারি কিলারদের টাকাও দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। সেই সদস্য বাচ্চু মণ্ডল নিজেও অভিযোগ করেছেন তাঁকে খুনের পরিকল্পনা করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।
শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস অফিসে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, ‘জমি মাফিয়াদের বিরোধিতা করার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। ভাড়াটে খুনিদের সুপারি দেওয়া হয়েছে।” এর আগে খুন হয়েছেন বহরমপুরের তৃণমূলের জেলা সভাপতি সত্যেন চৌধুরী। তিনি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। অধীর বলেন, কংগ্রেসের আর যে কয়েকজন কর্মী রয়েছেন, ভোটের আগে তাঁদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। পুলিশ ভয় দেখাচ্ছে। যাতে ভোটের আগে তৃণমূল বলতে পারে, কংগ্রেসের আর কিছু অবশিষ্ট নেই।
অধীরকে সমর্থন করে বাচ্চু মণ্ডল জানিয়েছেন, ‘সরকারি একটি জায়গা দখল করে কেনাবেচা করছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। বিষয়টি নিয়ে আমি বিডিও ও বিএলআরও-কে অভিযোগ জানাই। আমার অভিযোগ পাওয়ার পর বিএলআরও তদন্ত করে দেখেন, জায়গাটি সরকারের। এরপর ওখানে একটি বোর্ড বসানো হয়। যে বোর্ডটি তুলে ফেলে দেওয়া হয়েছে। আবার আমি বিষয়টি বিডিও ও বিএলআরও-কে জানাই। তাঁরা বিষয়টি দেখছেন বলে জানান। এরপরই দেখি, কিছু দুষ্কৃতী আমাকে ফলো করছে। বিষয়টি আমি আমাদের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে জানাই। তিনি থানায় অভিযোগ দায়ের করতে বলেন। আমি থানায় যাব অভিযোগ জানাতে।’