• আজ, মহাষষ্ঠীতে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল হাওয়া অফিস
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে স্থলভাগে প্রবেশ করেছে। যার ফলে ওই অংশে ব্যাপক বৃষ্টি হচ্ছে। তারই প্রভাব কিছুটা হলেও পশ্চিমবঙ্গের উপর পড়ছে। যার ফলে দুর্গাপুজোতেও থেকে যাচ্ছে বৃষ্টির আশঙ্কা। আজ, মহাষষ্ঠী। আর আজ, রবিবারও রাজ্যের বিভিন্ন জেলা থেকে শহরে বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, হাল্কা থেকে মাঝারি মাত্রায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা যা দুপুরের পর সম্পূর্ণ মেঘলা হয়ে যাবে।তাই ষষ্ঠীর দিন প্যান্ডেল হপিংয়ের সময়ে হাতে রাখতে হবে ছাতা। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ০০০.৫ মিমি বৃষ্টি হয়েছে। 
  • Link to this news (বর্তমান)