• দশমীর দিন পড়ছে গান্ধী জয়ন্তী, বন্ধ থাকবে সব মদের দোকান, নির্দেশ রাজ্যের
    হিন্দুস্তান টাইমস | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজোয় ভিড়, উচ্ছ্বাস আর আনন্দের সঙ্গেই মদ বিক্রির চাহিদাও প্রতি বছর আকাশছোঁয়া হয়। বহু বছর ধরে রাজ্য সরকারের নীতি অনুযায়ী পুজোর দিনগুলিতে খোলা থাকছে মদের দোকান। তবে এবারের দুর্গোৎসবে একদিনের জন্য সেই নিয়মে ছেদ পড়ল। দশমীর দিন রাজ্যের সব মদের দোকান থাকবে সম্পূর্ণ বন্ধ।


    পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ২ অক্টোবর বুধবার একইসঙ্গে পড়েছে বিজয়া দশমী এবং গান্ধী জয়ন্তী। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এদিনকে বরাবরই ‘ড্রাই ডে’ হিসেবে পালন করা হয়। তাই এবছর দশমীর দিন মদের বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সকাল থেকে রাত পর্যন্ত কোনও মদের দোকান খোলা রাখা যাবে না। ফলে গোটা দিনে রাজ্য জুড়ে এক ফোঁটাও মদ কেনার সুযোগ পাবেন না সুরাপ্রেমীরা। উল্লেখ্য, অতীতে দুর্গাপুজোয় মদের দোকান বন্ধ থাকার নিয়ম আরও কঠোর ছিল। অষ্টমীতে পুরো দিন এবং বিজয়া দশমীতে বিকেল পাঁচটার পর দোকান বন্ধ রাখতে হত। তবে ২০১৬ সালে সেই বিধিনিষেধ শিথিল করা হয়। রাজ্যে ড্রাই ডে-র সংখ্যা তখনই কমানো হয়। এখন শুধুমাত্র পাঁচটি দিনে মদ বিক্রি বন্ধ থাকে, প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, মহরম এবং গান্ধী জয়ন্তী। ফলে এবছরও অন্যান্য পুজোর দিনে মদের দোকান খোলা থাকলেও দশমীতে মিলবে না সুরা।

    ষষ্ঠী থেকে শুরু করে নবমী পর্যন্ত শহর ও শহরতলিতে মদের দোকানে ভিড় থাকবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু দশমীতে হোঁচট খেতে হবে ক্রেতাদের। আবগারি দফতরের নির্দেশ মেনে এদিন কড়া নজরদারিতে থাকবে পুলিশও। দোকান খোলা ধরা পড়লে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)