সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৫: সেরা ১২ পুজো
প্রতিদিন | ২৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাষষ্ঠীর সকাল। আর প্রতিবারের মতো এবারও বোধনের প্রাতেই ঘোষণা হল জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৫’, সহ নিবেদনে শ্রীলেদার্স-এর সেরা ১২টি পুজোর নাম। কলকাতার প্রায় ৪০০টিরও বেশি পুজো অংশ নিয়েছিল এবারের প্রতিযোগিতায়। যার মধ্যে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে ১২টি পুজো। উত্তর থেকে শুরু করে মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি নামজাদা পুজো (Durga Puja 2025) রয়েছে এবারের তালিকায়। সেরা প্রতিমা, সেরা আইডিয়া এবং অবশ্যই শহরের সেরা পাঁচটি পুজো বেছে নেওয়া হবে এই ১২টি পুজোর মধ্যে থেকেই। বিচারকদের সেই সিদ্ধান্ত জানা যাবে মহাসপ্তমীর সকালে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পুজো এবার সেরা বারোর তালিকায় স্থান পেল।