দেশের বিভিন্ন শহরের মধ্যে উড়ানের যাত্রী কলকাতায় যে ভাবে মেলে, বেশি ভাড়ার উড়ানের যাত্রী তার থেকে কম মেলে বলে অভিযোগ বহু দিনের। দূরপাল্লার উড়ানের যাত্রী না মেলায় শহর থেকে লন্ডন-সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং নিউ ইয়র্কের উড়ান পরিষেবা শুরু করার প্রশ্নে বিমান সংস্থাগুলি আগ্রহ দেখাচ্ছে না বলেও অভিযোগ। তবে, ওই অভিযোগের মধ্যেই কলকাতা থেকে বিশেষ স্বাচ্ছন্দ্যযুক্ত উড়ানের পরিষেবা শুরু করল এতিহাদ।
সংযুক্ত আরব আমিরশাহির ওই সংস্থা গত ২৬ সেপ্টেম্বর থেকে কলকাতা থেকে আবুধাবিগামী পর্যন্ত এই উড়ান চালু করেছে। এ -৩২১ এয়ারবাস শ্রেণির কম চওড়া উড়ানকে ওই বিশেষ স্বাচ্ছন্দ্যযুক্ত উড়ানে পরিবর্তিত করা হয়েছে। টানা সাড়ে ছ’হাজার কিলোমিটার পাল্লায় উড়তে পারে, এমন বিমান ব্যবহার করা হচ্ছে। বিমানে দু’টি লাক্সারি স্যুইট ছাড়াও সম্পূর্ণ শুয়ে সফর করা যাবে এমন আসন এবং প্রিমিয়াম ইকোনমি শ্রেণির আসন থাকবে। যাত্রীদের জন্য স্থানীয় খাবার ছাড়াও টাচ স্ক্রিনের মাধ্যমে উন্নত বিনোদন এবং ওয়াই-ফাইয়ের সুবিধা থাকবে। সংস্থার চিফ রেভিনিউ এবং বিজনেস অফিসার অরিক দে বলেন, ‘‘প্রথম উড়ানের সব আসন ভর্তি ছিল। প্রায় ৯০ শতাংশ বুকিং মিলছে।’’
কলকাতার কথা মাথায় রেখে গত জুলাই মাসে এমিরেটস সংস্থা তাদের বিমানে প্রিমিয়াম ইকোনমি শ্রেণির আসন চালু করেছে। উৎসবের মরসুমে যাত্রী টানতে এয়ার ইন্ডিয়াও তাদের ঘরোয়া উড়ানে খাবারে বৈচিত্র এনেছে। আসন্ন শীতের মরসুমে যাত্রী টানতে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট-সহ একাধিক সংস্থা উড়ান বাড়াচ্ছে। শহর থেকে আগামী দিনে বিহারের পূর্ণিয়া ছাড়াও নতুন কিছু গন্তব্যে পরিষেবা শুরু হবে বলে বিমানবন্দর সূত্রের খবর।