ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) প্যান ব্যবহার করে খোলা হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই অ্যাকউন্ট ব্যবহার করে কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠল। কোথাও কোনও তথ্য না দিয়ে কী ভাবে অ্যাকাউন্ট তৈরি এবং তাতে লেনদেন হল, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে প্রাক্তন সাংসদ-চিকিৎসক শান্তনু সেন-সহ চার চিকিৎসককে চিঠি পাঠাল আইএমএ-র সদর দফতর।
আইএমএ-র ম্যাগাজ়িন ‘জিমা’-র নামে একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল কলকাতায়। অভিযোগ, ২০১৫-২০১৮ সালের মধ্যে ১ কোটি ৫৩ লক্ষ ৩৯ হাজার টাকার লেনদেন করা হয়েছে। ওই তিন বছর এই অ্যাকাউন্টের দায়িত্বে ছিলেন শান্তনু-সহ চার চিকিৎসক। ওই টাকার উৎস কী এবং কোন খাতে তা খরচ করা হয়েছে, সেই বিষয়ে কোথাও কোনও তথ্য নেই বলেও আইএমএ-র সদর কার্যালয়ে অভিযোগ করেন যুগ্ম অর্থসচিব জ্যোতির্ময় পাল। এর পরেই সদর কার্যালয়ের তরফে চিঠি পাঠানো হয়েছে। আগামী সোমবার তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। শান্তনু বলেন, ‘‘অভিযোগকারী দাবি করেছেন, তিনি অ্যাকাউন্ট সম্পর্কে জানেন না। কিন্তু তিনি ২০২০ থেকে ’২২ সাল পর্যন্ত জিমাকনের বিভিন্ন পদে ছিলেন। তাঁকে ডাকা হয়েছিল, তিনি যা বলার বলেছেন।’’