• পদপিষ্টে মৃত্যু ৩৯, আপনজনদের ২০ লক্ষ আর্থিক সাহায্যের ঘোষণা বিজয়ের
    এই সময় | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম (TVK) দলের প্রতিষ্ঠাতা ‘থলপতি’ বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। আহত আরও অনেকেই। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কারুরে। এই ঘটনার পরে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করে আগেই পোস্ট করেছিলেন বিজয়। এ বার তিনি মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা  আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে দুই লক্ষ টাকা, এ কথাও জানান তিনি। 

    তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, ‘এই ক্ষতি অপরিসীম। যে যাই বলুক, আপনজন হারানোর যে যন্ত্রণা, তা অসহনীয়। কিন্তু আমি আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে জানাচ্ছি, মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য আমরা দেবো। আহতদের চিকিৎসার জন্যও দুই লক্ষ টাকা দেওয়া হবে। তবে যে ক্ষতি হয়েছে, তা কোনওদিন আর্থিক সাহায্য পূরণ হবে না। এই মুহূর্তে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে পাশে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করছি।’

    এর আগে দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহ্য, অবর্ণনীয় যন্ত্রণা এবং দুঃখে কাতরাচ্ছি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

    উল্লেখ্য, তামিলনাড়ুর কারুরের এই সভায় দুপুরের মধ্যেই পৌঁছনোর কথা ছিল অভিনেতা-রাজনীতিক বিজয়ের। প্রায় ছয় ঘণ্টা দেরিতে পৌঁছন তিনি। সেই সময় পর্যন্ত বিপুল সংখ্যক লোকের সমাগম হয়েছিল। একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর শুনে সেখান থেকে জলের বোতল ছুড়তে শুরু করেন বিজয়। আর সেই বোতল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় বলে অভিযোগ। 

    প্রশাসন সূত্রে খবর, বিজয়ের এই সভার জন্য পুলিশের থেকে অনুমতি চাওয়া হয়েছিল। দলের তরফে জানানো হয়েছিল, সেখানে ১০ হাজার মানুষের সমাগম হবে। কিন্তু তার কমপক্ষে নয় গুণ বেশি ভিড় হয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। ফলে ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ। 

  • Link to this news (এই সময়)