• পাণ্ডুয়ার পুজো মণ্ডপে আলপনা দিলেন চিনা কনসাল জেনারেল, ঢাক বাজালেন, পাকালেন নাড়ুও
    এই সময় | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • বাংলার পুজো দেখতে হুগলিতে হাজির কলকাতায় চিনা কনসাল জেনারেল-সহ ১০ জন চিনা নাগরিক। ষষ্ঠীর সকালে অভিনব ছবি দেখা গেল পাণ্ডুয়ার ভুঁইপাড়া বারোয়ারি পুজো মণ্ডপে। তাঁদের কেউ আলপনা দিলেন, কেউ বাজালেন ঢাক, নাড়ুর পাকেও হাত লাগালেন কেউ। দেখলেন মহিষমর্দিনীর আরতি।

    কনসাল জেনারেল Qin Yong-সহ ১০ জন এ দিন পাণ্ডুয়ার এই পুজো মণ্ডপে যান। একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে গোটা আয়োজন করা হয়। এলাকার শিশুরা ফুল দিয়ে তাঁদের স্বাগত জানান। পরে ঢাক বাজান, আলপনা দেন, নাড়ুও পাকান। ছোট ছোট শিশুরা তাদের হাতের তৈরি মাটির মূর্তি ও হাতে আঁকা ছবি উপহার হিসেবে তুলে দেন অতিথিদের হাতে।

    Qin Yong বলেন, ‘এখানকার পরিবেশ, পুজোর আচার অনুষ্ঠান, মানুষের ভালবাসা, সব কিছুই আমার ভালো লেগেছে। খুব মজা করেছি। দুর্গাপুজোয় বাঙালিরা নাড়ু বানান। আজ আমিও তাতে হাত লাগালাম। ঢাকও বাজিয়েছি। এই প্রথম আমি গ্রামের দুর্গাপুজো দেখলাম। এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

    উদ্যোক্তা সম্রাট চৌধুরী বলেন, ‘প্রত্যেকে খুবই খুশি হয়েছেন এই পুজোয় এসে। প্রথমবার আরতি করলেন, মাকে পুজো দিলেন। আসলে কলকাতার পুজোয় ফিতে কাটা, জাঁকজমক দেখে অভ্যস্ত তাঁরা। চেয়েছিলেন বাংলার গ্রামের পুজো দেখতে। এখানে এসে খুব ভালো লেগেছে তাঁদের।’

  • Link to this news (এই সময়)