চূড়ান্ত অব্যবস্থার জেরেই পদপিষ্ট, 'অপূরণীয় ক্ষতি', বললেন বিজয়, নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা ...
আজকাল | ২৮ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিজের জনসভায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছন অভিনেতা, রাজনীতিক বিজয়। তাতেই ঘটে কেলেঙ্কারি। ক্রমেই বাড়তে থাকে ভিড়। সেই ভিড় সামাল দিতে হিমশিম খায় পুলিশ। যত লোকের অনুমতি নেওয়া হয়েছিল, তার তিনগুণ অনুগামীরা ভিড় জমে সেখানে। তার জেরেই পদপিষ্ট কয়েকশো মানুষ। তামিলনাড়ুতে মৃত্যুমিছিল বাড়ছেই।
গতকাল বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে তামিলনাড়ুর কারুরে। নিহত ২৯ জনের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন বিজয়। পাশাপাশি আহত আরও শতাধিক অনুগামীর চিকিৎসার জন্য দুই লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দলের অ্যাকাউন্ট থেকে বিজয় লেখেন, 'অপূরণীয় ক্ষতি। আমি দুঃখপ্রকাশের কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। বিষাদগ্রস্ত এখনও। আমার ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস কাল দেখেছিলাম, তারপরেই ঘটে দুর্ঘটনা। আর্থিক ক্ষতিপূরণ দিয়েও এই ক্ষতি পূরণ করা সম্ভব না।'
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকালের দুর্ঘটনার পরেই অভিনেতা বিজয়ের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কা ছিল। যার জেরে অভিনেতার বাড়িতে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, ভোটমুখী তামিলনাড়ুতে অভিনেতা, রাজনীতিক বিজয়ের জনসভায় ব্যাপক ভিড় হয়েছিল গতকাল। তামিলাগা ভেটরি কাজ়াগম অর্থাৎ টিভিকে দলের প্রতিষ্ঠাতার জনসভায় কাতারে কাতারে ভক্ত, অনুগামীদের ঠাসাঠাসি ভিড়। সেই জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার তামিলনারুর কারুরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, আগামী বছরে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল
বিজয়ের জনসভায় অগণিত অনুগামীদের ভিড় জমেছিল। যা সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ। বেলা যত গড়িয়েছে তত ভিড় জমেছে র্যালিতে। এই জনসভাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। পায়ের তলায় চাপা পড়ে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ৩৯ জনের মধ্যে নয়জন শিশু, ১৭ জন মহিলা রয়েছেন। ওই জনসাভার জন্য সকাল ১০টা থেকে দুপুর তিনটে পর্যন্ত অনুমতি নেওয়া হয়েছিল। আগেই জানানো হয়েছিল বিজয় সাড়ে ১২টার নাগাদ আসবেন। গতকাল বেলা ১১টা থেকেই জনসভায় ভিড় জমতে শুরু করে। অন্যদিকে অভিনেতা বিজয় ওই জনসভায় পৌঁছন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ।
গতকাল আরও অনেকেই পদপিষ্ট হয়ে আহত হয়েছেন। অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন। সকলকেই উদ্ধার করে কারুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ আধিকারিক ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনসভায় ছয় ঘণ্টা দেরিতে পৌঁছন অভিনেতা বিজয়। ওই জনসভায় ৩০ হাজার মানুষের ভিড় জমেছিল। অতিরিক্ত ভিড়ে অনেকেই মাথা ঘুরিয়ে পড়ে যান। তাতেই ঘটে পদপিষ্টের ঘটনাটি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুর্ঘটনার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে।