• উৎসবের শুরুতেই ভোটমুখী বিহারকে সুখবর দিলেন মোদি, ঘোষণা করলেন ছট পুজো নিয়ে কেন্দ্রের বড় পরিকল্পনা ...
    আজকাল | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরসুম শেষ হলেই গণতন্ত্রের উৎসবে মাতবে বিহার। আর দিন কয়েকের মধ্যেই পূর্ব ভারতের এই রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা হবে। তার আগেই বিহারবাসীকে বড় প্রতিশ্রুতি দিলেন মোদি। 'মন কি বাত'-এর ১২৬তম পর্বে প্রধানমন্ত্রী জানান, ঐতিহ্যবাহী ছট উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। বলেন, "ছটকে ইউনেস্কোর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। সূর্য দেবতার এই পুজো এখন বিশ্বের নানা দেশে পরিচিতি পাচ্ছে।" ভোটমুখী রাজ্যে ছট পুজোর আগে এমন ঘোষণা বিহারবাসীর উৎসবকে আরও আনন্দময় করবে বলেই আশা।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছট পুজোর জন্য ইউনেস্কোর স্বীকৃতির আবেদনের পরিকল্পনা সম্পর্কে বলেন, ছটপুজো আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্যের একটি বিশ্বব্যাপী উদযাপন।

    সূর্য দেবতার সম্মানে ছটপুজো ভারত জুড়ে উদযাপিত হয় এবং বিদেশেও এই পুজোর স্বীকৃতি রয়েছে। ভারতীয় উৎসবগুলির বিস্তৃত সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান যে, এই ধরনের উৎসব ভারতের ঐতিহ্যকে প্রাণবন্ত রাখে। তিনি বলেছেন, "সরকারি প্রচেষ্টার মাধ্যমে, কলকাতার দুর্গাপুজো সম্প্রতি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। একইভাবে, আমরা ছট পুজাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছি, যাতে বিশ্বব্যাপী মানুষ এর মহিমা এবং আধ্যাত্মিক তাৎপর্য অনুভব করতে পারে।"

    দীপাবলির পরে পালিত ছট উৎসবে ভক্তরা অস্তগামী সূর্যের কাছে প্রার্থনা করেন এবং নদী, হ্রদ এবং অন্যান্য জলাশয়ে আচার-অনুষ্ঠান পালন করেন, যা প্রকৃতি এবং ভক্তির সঙ্গে গভীর সংযোগের প্রতিফলন ঘটায়।

    এছাড়াও 'মন কি বাত'-এ আর কী কী বললেন মোদি?

    ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী। সেই উপলক্ষে দেশবাসীকে খাদি পণ্য কেনার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, "২ অক্টোবর গান্ধী জয়ন্তী। গান্ধীজি সর্বদা স্বদেশী গ্রহণের উপর জোর দিতেন, এবং খাদি তাদের মধ্যে সর্বাগ্রে ছিল। দুর্ভাগ্যবশত, স্বাধীনতার পর খাদির আকর্ষণ ম্লান হয়ে যাচ্ছিল, কিন্তু গত ১১ বছরে, দেশের মানুষের খাদির প্রতি আকর্ষণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে খাদির বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি আপনাদের সকলকে ২ অক্টোবর খাদি পণ্য কেনার জন্য অনুরোধ করছি। গর্বের সঙ্গে বলুন যে, এগুলি স্বদেশী। '#ভোকাল ফর লোকাল'  সোশাল মিডিয়াতেও শেয়ার করুন।" 

    আরএসএসের ১০০ বছরের অসাধারণ, অভূতপূর্ব, অনুপ্রেরণামূলক যাত্রার প্রশংসা করেছেন মোদি। সংগঠনের নিঃস্বার্থ সেবা এবং শৃঙ্খলার প্রশংসা করেছেন তিনি।প্রধানমন্ত্রী বলেছেন যে, 'দেশ প্রথমে' এই চেতনা আরএসএস স্বেচ্ছাসেবকদের প্রতিটি প্রচেষ্টায় সর্বদা সর্বোচ্চ।

    মোদির কথায়, "এই বিজয়াদশমী আরেকটি কারণে খুবই বিশেষ। এই দিনটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি। এক শতাব্দীর এই যাত্রা যতটা আশ্চর্যজনক, অভূতপূর্ব এবং অনুপ্রেরণাদায়ক, ততটাই আশ্চর্যজনক। ১০০ বছর আগে, যখন আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল, দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল। এই শতাব্দীর দীর্ঘ দাসত্ব আমাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে গভীরভাবে আঘাত করেছিল। বিশ্বের প্রাচীনতম সভ্যতা একটি পরিচয় সংকটের মুখোমুখি হয়েছিল। আমাদের নাগরিকরা হীনমন্যতার জটিলতার শিকার হচ্ছিল। ত্যাগ ও সেবার চেতনা এবং শৃঙ্খলার শিক্ষাই সংঘের আসল শক্তি। আজ, আরএসএস একশ বছর ধরে অক্লান্তভাবে এবং অবিরামভাবে জাতির সেবায় নিযুক্ত রয়েছে। এই কারণেই আমরা দেখতে পাই যে, যখনই দেশের কোথাও প্রাকৃতিক দুর্যোগ আসে, তখনই আরএসএসের স্বেচ্ছাসেবকরা প্রথমে সেখানে পৌঁছান। লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবকের জীবনের প্রতিটি কর্ম এবং প্রতিটি প্রচেষ্টায় 'জাতি প্রথমে' এই চেতনা সর্বদা সর্বাগ্রে থাকে। জাতির সেবার মহান যজ্ঞে নিজেকে উৎসর্গকারী প্রতিটি স্বেচ্ছাসেবককে আমি আমার শুভেচ্ছা জানাই।"

    'মন কি বাত'-এর ১২৬তম পর্বে প্রধানমন্ত্রী মোদি শহিদ ভগৎ সিং এবং লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 
  • Link to this news (আজকাল)