• ভীষণ দুর্যোগ আসছে, নিশ্চিন্তে ঠাকুর দেখার শেষ দিন কবে? পূর্বাভাস
    আজ তক | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট। ঠাকুর দেখা সাঙ্গ করুন বুধবারের মধ্যেই। কারণ, সেদিন অর্থাৎ নবমীর রাত থেকেই ব্যাপক বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও। তা নিয়ে সতর্ক পুজো মণ্ডপের উদ্যোক্তারা। 

    এমনিতে রবিবার থেকে বুধবার অর্থাৎ মহানবমীর সন্ধে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হাল্কা ও মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু বুধবার নাগাদ বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেদিন রাত থেকেই হবে বৃষ্টি। আর তা লাগাতার চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছ। 

    আবহাওয়া দফতরের পূর্বভাস, বৃহস্পতিবার অর্থাৎ বিজয়া দশমীতে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদীয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টি হবে ওই দিন। কলকাতার পাশাপাশি নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে। 

    এত বৃষ্টির কারণ হিসেবে জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপকে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার জেরে ২০২৫ সালের ১ অক্টোবর উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যার জেরে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ২ ও ৪ অক্টোবর পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

    বুধবার নবমীর রাতে দক্ষিণবঙ্গ ও কলকাতায় বৃষ্টি তো হবেই। বৃহস্পতিবার অর্থাৎ দশমীর দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও। একাদশীর দিন বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে। দ্বাদশীর দিনও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে সেদিন কয়েকটা জেলাতেই বর্ষণ দেখা যাবে।    
     
  • Link to this news (আজ তক)