তামিলনাড়ুতে পদপিষ্ট কাণ্ড: মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা অভিনেতা তথা টিভিকে প্রধান বিজয়ের
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
চেন্নাই: তামিল সুপারস্টার তথা টিভিকে প্রধান বিজয়ের রাজনৈতিক ‘রোড শো’। তাও শুরু হয়েছে দীর্ঘ ছ’ঘণ্টা দেরিতে। তামিলনাড়ুর কারুর জেলার ভেলুস্বামীপুরমের রাজপথে থিকথিকে ভিড়। প্রবল জনস্রোতে আচমকাই হারিয়ে যায় ন’বছরের এক বালিকা। স্বয়ং সুপারস্টার মাইক হাতে মেয়েটিকে খুঁজে দেওয়ার অনুরোধ জানান। ব্যস, তাতেই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। ভিড়ের মধ্যে প্রতিটি মানুষ ছুটে যাওয়ার চেষ্টা করেন শেষবার যেখানে ওই বালিকাকে দেখা গিয়েছে, সেই জায়গায়। তার জেরেই শুরু হয় হুড়োহুড়ি। সেই হুড়োহুড়ির মধ্যে পড়ে শনিবার রাত পৌনে ৮টা নাগাদ পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩৯ জনের। এদের মধ্যে রয়েছে ১৭ জন মহিলা ও ১০ শিশু। হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৯৫। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্বয়ং তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সুব্রহ্মণ্যমের।ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অভিনেতা রজনীকান্ত সহ অন্যরা। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারবর্গকে এককালীন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ বিজয়। তিনি বলেন, ‘আমার হৃদয় ভেঙে গিয়েছে। যে অসহ্য এবং অবর্ণনীয় যন্ত্রণায় আমি কাতরাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ তারপরেই আজ, রবিবার সকালে তিনি মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন। বিজয় জানিয়েছেন, তিনি মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবেন। জখমদের মাথা পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে তাঁর দল টিভিকে। জানা গিয়েছে, দুর্ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে এক সদস্যের কমিটি গঠন করেছে তামিলনাড়ু সরকার। গতকাল, শনিবার রাতেই কারুরের উদ্দেশে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে এক্স হ্যান্ডলে বিজয় লিখেছেন, সূত্রের খবর, এদিন ১০ হাজার মানুষের উপস্থিতির অনুমতি ছিল। কিন্তু আদতে পাঁচগুণের বেশি জনসমাগম হয়। তাতেই এই বিপর্যয়। গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পদপিষ্টের পর কারুরে থেকে গতকাল, রাতেই তড়িঘড়ি নিজের চেন্নাইয়ের বাসভবনে ফেরেন অভিনেতা তথা টিভিকে প্রধান বিজয়। তাঁর বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই তাঁর দলের এক নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।জখমদের দেখতে হাসপাতালে গিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আজ, রবিবার তিনি জানিয়েছেন মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে।