নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর: বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগটাই নিল তস্করেরা। কিংবদন্তি বক্সার মেরি কমের হরিয়ানার ফরিদাবাদের বাড়ি থেকে চুরি গেল দামী আসবাবপত্র, টিভি। একটি ম্যারাথন ইভেন্টে যোগ দিতে মেঘালয়ে গিয়েছেন মেরি কম। সেই সুযোগেই তাঁর ফরিদাবাদের সেক্টর ৪৬-এর বাড়িতে চুরি করেছে দুষ্কৃতীরা। বাড়িতে না থাকার জন্য বেশ কিছুদিন ধরেই তালাবন্ধ অবস্থায় রয়েছে সেটি। সেই তালা ভেঙেই ঢুকেছে চোরেরা, এমনটাই অভিযোগ। লক্ষাধিক টাকার আসবাবপত্র চুরি করেছে তারা। বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক রাতে চোরেরা মেরির বাড়িতে ঢুকে টিভি সহ দামী আসবাবপত্র চুরি করে নিয়ে যাচ্ছে।সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাতে শুরু করেছে পুলিশ। বিষয়টি মেরি কম জানতে পারেন তাঁর প্রতিবেশীর থেকে। রাতের অন্ধকারে মেরি কমের বাড়িতে কোনও সন্দেহজনক লোকেদের ঘোরাফেরা করতে দেখেন ওই প্রতিবেশী। তারপরেই মেরিকে পুরো বিষয়টি জানান তিনি। তারপরেই মেঘালয়ের সোহরাতে ম্যারাথন ইভেন্টের আয়োজকদের বিষয়টি জানান। ফরিদাবাদ পুলিশকেও খবরটি দেন মেরি। গত সপ্তাহে চুরির ঘটনাটি ঘটেছে বলে অনুমান বক্সারদের। তবে কত টাকার আসবাবপত্র চুরি গিয়েছে সেই বিষয়ের আন্দাজ নেই মেরির। তিনি জানিয়েছেন, ‘বাড়িতে ফিরেই সবটা বুঝতে পারব।’ মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এমনটাই জানিয়েছে পুলিশ।