• পুজোয় দুর্গার বাহক কুলিদের সম্মান প্রদর্শন দমদম দত্তবাগানে
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা দুর্গার বাহন কি শুধুই সিংহ! পুরাণ মতে অবশ্যই দেবী সিংহবাহিনী। কিন্তু ধরাধামে কুমোরটুলি থেকে মণ্ডপে এবং তারপর বিসর্জনকালে মায়ের যে ‘বাহক’রা কাঁধে করে প্রতিমা টেনে নিয়ে চলেন, সেই কুলিরাই তো দেবী দুর্গার বাহনের সমান। দুর্গার বাহন সিংহ, কিংবা গণেশের ইঁদুর, লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর হংস এবং কার্তিকের ময়ূর পূজিত হলেও, দেবীকে কাঁধে করে সর্বত্র মন্দিরে, মণ্ডপে কিংবা বিসর্জন ঘাটে পৌঁছে দেওয়া সেই কুলিরা সমাজে ‘পুজো’ পান না। তাই দমদম দত্তবাগান দুর্গোৎসব কমিটির পুজো এবার মণ্ডপে মায়ের সঙ্গে ‘বাহক’ কুলিদেরও সম্মান প্রাপ্তির উদযাপন। 

    বাহন বললেই আমাদের মনে পড়ে দেবী দুর্গার সিংহের কথা। মনে পড়ে হাঁস, পেঁচা, ময়ূর, ইঁদুর ইত্যাদি। সংস্কৃত ‘বাহ’ শব্দের অর্থ বহন করা। সেখান থেকেই এসেছে বাহন শব্দ। কিন্তু তারা কি সত্যি বহন করে নিয়ে যায় নির্দিষ্ট দেবতাদের? এক জায়গা থেকে অন্য জায়গায়? সম্ভবত না। আসলে এই বাহনরা হল এক একটি এক এক রকমের প্রতীক। যার উপর দেবতারা আধিপত্য বিস্তার করে। যেমন পিঠে চড়ে ময়ূরের অহংকারে লাগাম টানেন কার্তিক। সিংহ হল তেজ এবং শক্তির প্রতীক। ইঁদুর গতি এবং তীক্ষ্ণতার প্রতিনিধিত্ব করে। হাঁস জ্ঞান, করুণা এবং সৌন্দর্যকে বোঝায়। কিন্তু সেই পুরাণ-ক্ষেত্র থেকে বেরিয়ে আসা যাক প্রয়োজনীয়তার কথায় যাঁরা ঢাকা পড়ে যায় উৎসবের উজ্জ্বলতায় তাঁরাও মায়ের বাহক বা বাহন। থিমশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, এখানে মা মূলত অভয় মুদ্রায় বসে রয়েছেন। ১২ জন কুলি তাঁকে টেনে নিয়ে চলেছে। দু’হাত ঊর্ধ্বে তুলে ত্রিশূল ধরে রয়েছেন মা। সেটাকে এই জগত সংসারের ভারসাম্য হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে দু’হাতে খাঁড়া এবং ঢালে তিনিই রক্ষণি। বাকি ৬ হাতে দেবী অভয় মুদ্রায় সকলকে আশীর্বাদ করছেন। কুলিরা সমাজে মান পান না। কিন্তু তাঁরাই মায়ের আসল বাহক বা বাহন। তাই তাঁদের সম্মানেই এই থিমশৈলী।

    প্রতিমাকে বহন করে তাঁরা পৌঁছে দেন সর্বত্র। যে কাজ হেলাফেলার নয়, শুধু পরিশ্রমের নয়। যে কাজ দায়িত্বের, সাবধানতার এবং দক্ষতার। তবুও নাম মাত্র পারিশ্রমিক। কিন্তু এই বাহকরা প্রশংসা পান না। পুজোর দিনে একটু বেশি রোজগার, পরিবারের জন্য একটু বেশি খুশি, একটু আলোর দিশা দেখার জন্য তাঁরা ছুটে আসেন শহরে। তাই দত্তবাগানের দুর্গাপুজো এবার মায়ের সঙ্গে এবার তাঁদেরও সম্মান জানাচ্ছে।
  • Link to this news (বর্তমান)