বিহারে কাজে গিয়ে ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের তিন যুবককে মারধর
দৈনিক স্টেটসম্যান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
ফের ভিনরাজ্যে কাজে গিয়ে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। বিহারে ফেরি করতে গিয়ে আক্রান্ত হলেন হরিহরপাড়ার তিন পরিযায়ী শ্রমিক। আহত তিনজন শ্রমিক হলেন নাসির শেখ, দিলওয়ার হোসেন ও জালিম শেখ। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার প্রদীপডাঙা গ্রামে।
বিহারের নবীননগর এনটিপিসি এক নম্বর গেট এলাকায় বিভিন্ন জিনিস ফেরি করতেন তাঁরা। দীর্ঘদিন ধরেই বিহারের ওই অঞ্চলে ফেরির কাজ করেন বাংলার তিন যুবক। আক্রান্ত ওই যুবকরা জানিয়েছেন, দু’দিন আগে ফেরি করতে গেলে কয়েকজন ব্যক্তি প্রথমে তাদের বাইকের চাবি কেড়ে নেয়। এরপর আধার কার্ড দেখতে চায়। আধার কার্ড দেখিয়েও রক্ষা মেলেনি। বাংলাদেশি তকমা দিয়ে তিনজনকে ব্যাপক মারধর করে এলাকার মানুষ। এই ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন ওই তিনজন যুবক।
শনিবার রাতে জখম অবস্থাতেই বাড়ি ফিরেছেন তাঁরা। বাংলাদেশি সন্দেহে তাঁদের মারধর করা হয়েছে বলে জানিয়েছেন যুবকরা। বারবার কাকুতি মিনতি করেও কোনও লাভ হয়নি। অভিযোগ, মারধর করে তাঁদের রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কোনওরকমে সেখান থেকে উঠে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন নাসির, দিলওয়ার ও জালিম। হরিহরপাড়ায় নিজেদের বাড়িতে ফিরেও আতঙ্ক কাটেনি তাঁদের।
এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে হুমাইপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা শফিকুল শেখ ও চন্দন মণ্ডল আক্রান্ত শ্রমিকদের বাড়িতে গিয়ে তাঁদের খোঁজখবর নেন। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তাঁরা।
গত কিছুদিন ধরেই ভিনরাজ্যে কাজে গিয়ে বারবার আক্রান্ত হয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। দিল্লি, হরিয়ানা, গুজরাত, মহারাষ্ট্র, বিহার এবং ওড়িশা-সহ একাধিক রাজ্যে বাংলাভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আক্রান্ত হতে হয়েছে বহু শ্রমিককে। হরিয়ানার গুরগাঁও, দিল্লি থেকে একাধিক বাসে করে দক্ষিণদিনাজপুর, মালদা ও উত্তর দিনাজপুর জেলার বহু পরিযায়ী শ্রমিক প্রাণ বাঁচাতে রাজ্যে ফিরে এসেছেন।
শুধু আক্রান্ত নয়, তার পাশাপাশি বাংলাদেশে পুশব্যাক করার খবরও মিলছে। নাগরিকত্বের বৈধ প্রমাণ থাকা সত্ত্বেও শ্রমিকদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী, পুত্র-সহ বাংলাদেশে পুশব্যাক করা হয়। কয়েকদিন আগে সেই সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে তাঁকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। পরিযায়ী শ্রমিকদের হেনস্থার তালিকায় এবার নাম জুড়ল নাসির, দিলওয়ার ও জালিমের।