এক বছর নয়, এবার সংসদীয় কমিটি গঠিত হবে দু’বছরের জন্য, ভাবনা কেন্দ্রের
প্রতিদিন | ২৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র সরকার সংসদের স্থায়ী কমিটিগুলির কার্যকাল এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার পরিকল্পনা করছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে শনিবার এমনটিই দাবি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে, এতে আলোচনা ও কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এবং বিল, নীতি ও বিভিন্ন রিপোর্ট নিয়ে আরও গভীরভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হবে।
বর্তমানে কমিটিগুলির মেয়াদ ২৬ সেপ্টেম্বর শেষ হতে চলেছে। এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ কংগ্রেস সাংসদ শশী থারুর, যিনি বর্তমানে বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান, কার্যকাল বাড়লে আরও দুই বছর ওই পদে বহাল থাকতে পারেন। লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে গঠিত এই স্থায়ী কমিটিগুলি প্রস্তাবিত আইন (বিল) পরীক্ষা, সরকারি নীতি মূল্যায়ন, বাজেট খতিয়ে দেখা এবং মন্ত্রকগুলিকে জবাবদিহির আওতায় আনার কাজ করে থাকে।
সংসদ অধিবেশন না থাকলেও এগুলি কার্যত ‘মিনি পার্লামেন্ট’ হিসেবে কাজ চালায়। এতদিন প্রতি বছর এগুলি পুনর্গঠিত হত, তবে বিরোধী-সহ একাধিক সাংসদ মনে করছেন এক বছরের সময়সীমা যথেষ্ট নয়। কার্যকাল বাড়লে নতুন সদস্যরাও দীর্ঘ সময় কাজের সুযোগ পাবেন। সরকারের এই সিদ্ধান্ত সংসদীয় কার্যপ্রণালীতে প্রশাসনিক ও রাজনৈতিক উভয় দিকেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, কমিটির সদস্যরা তাদের নিজ নিজ রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হন এবং সরকারের ওই কমিটিগুলির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত আগামী বছরগুলিতে সংসদীয় কার্যপ্রক্রিয়ার উপর প্রশাসনিক এবং রাজনৈতিক উভয় প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।