এবার ইউনেস্কোর স্বীকৃতি পাবে ছট পুজো, বিহার ভোটের আগে ‘প্রতিশ্রুতি’ মোদির, কুর্নিশ আরএসএসকেও
প্রতিদিন | ২৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে বিধানসভা ভোটের আগে বড় ‘প্রতিশ্রুতি’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, এবার ছট পুজোকেও যাতে ইউনেস্কোর ‘ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজে’র তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, তার জন্য কাজ করছে কেন্দ্র। পাশাপাশি, আগামী ২ অক্টোবর অর্থাৎ বিজয়া দশমীর দিন ১০০ বছর পূর্ণ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। এর জন্য হিন্দুত্ববাদী সংগঠনটিকে অভিনন্দনের পাশাপাশি কুর্নিশও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রবিবার ‘মন কি বাত’-এর ১২৫তম পর্বে মোদি বলেন, “বিহারের বিখ্যাত উৎসব ছট পুজো এখন বিশ্বব্যাপী হয়ে উঠছে। তাই এই উৎসবকে যাতে ইউনেস্কোর ‘ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজে’র তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, তার জন্য কাজ করছে কেন্দ্র।” এরপরই আরএসএসকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, “আর কয়েকদিন পরেই আমরা বিজয়া দশমী উদযাপন করব। এবারের বিজয়া দশমী আরও একটি কারণে বিশেষ। এই দিনে, আরএসএস তার প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করবে। নিঃস্বার্থ সেবার মনোভাব এবং শৃঙ্খলার পাঠ হল সংঘের আসল শক্তি। সংঘের অগণিত স্বেচ্ছাসেবকরা দেশের প্রতি নিবেদিত প্রাণ।” মোদি আরও বলেন, “গত ১০০ বছর ধরে অক্লান্তভাবে জাতির সেবায় নিযুক্ত রয়েছে আরএসএস। এই কারণে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন আরএসএসের স্বচ্ছাসেবকরা সেখানে উপস্থিত হয়।” একইসঙ্গে স্বদেশী পণ্য কেনার জন্যও তিনি মানুষকে আবেদন জানিয়েছেন।
অন্যদিকে, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়েছেন মোদি। তিনি বলেন, “আজ লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী। তাঁর গানে এমন কিছু রয়েছে, যা মানুষের আবেগকে জাগিয়ে তোলে। তাঁর গাওয়া দেশাত্মবোধক গান মানুষকে অনুপ্রাণিত করত। ভারতীয় সংস্কৃতির সঙ্গেও তাঁর গভীর সম্পর্ক ছিল।” পাশাপাশি, লতার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মরণ করেন মোদি। একইসঙ্গে জুবিনকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “জুবিন এমন একজন গায়ক যিনি সারা দেশে তাঁর ছাপ রেখেছিলেন। অসমীয়া সংস্কৃতির সঙ্গে তাঁঁর গভীর সম্পর্ক ছিল। তিনি সর্বদা আমাদের স্মৃতিতে অম্লান থাকবেন এবং তার সঙ্গীত আগামী প্রজন্মকে মোহিত করবে।”