‘আমার হৃদয় বিদীর্ণ’, কারুর পদপিষ্টে মৃতদের পরিবারকে ২০ লক্ষ করে সাহায্যের ঘোষণা বিজয়ের
প্রতিদিন | ২৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বললেও কম বলা হয়। তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জন। মর্মান্তিক এই ঘটনায় এবার সাহায্যের আশ্বাস দিলেন তামিলাগা ভেট্ট্রি কাজাগামের (TVK) প্রধান বিজয়। তিনি ঘোষণা করেছেন, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে সহায়তা করা হবে। পাশাপাশি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্যের পাশাপাশি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
শনিবার তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। জানা যাচ্ছে, এই সভাস্থলে ১০ হাজার মানুষ আসতে পারেন বলে অনুমান করেছিল কর্তৃপক্ষ। তবে বাস্তবে দেখা যায়, সেখানে ২৭ হাজার জনের বেশি মানুষ ভিড় জমিয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যে বিজয়ের অপেক্ষায় সকাল থেকে এত মানুষ হাজির হলেও, বিজয় এসে পৌঁছন সন্ধ্যা ৭টায়। দীর্ঘক্ষণ সাধারণ মানুষ ক্ষুদার্থ তৃষ্ণার্ত অবস্থায় থাকলেও কোনওরকম ব্যবস্থা করা হয়নি কর্তৃপক্ষের তরফে। এই অবস্থায় বিজয় সেখানে প্রবেশ করার পর ভাষণ দিতে শুরু করলে সামনের দিকে এগিয়ে আসতে থাকে জনতা। মুহূর্তে পরিস্থিতি গুরুতর আকার নেয়। ভিড়ের চাপে অজ্ঞান হয়ে পড়েন বহু মানুষ। মৃত্যু হয় ৩৯ জনের, আহত হন আরও ১০০ জন।
দুর্ঘটনার পর এক্স হ্যান্ডেলে শোকবার্তা দেন বিজয়। তিনি লেখেন, ‘আমার হৃদয় বিদীর্ণ। আমি অসহ্য, অবর্ণনীয় যন্ত্রণা এবং দুঃখে কাতর যা ভাষায় প্রকাশ করা যাবে না। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি সমবেদনা এবং সহানুভূতি জানাই। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করি।’ দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গেও কথা বলেন তিনি। সেই সঙ্গেই বিজয়ের মিছিলে পদপিষ্টের ঘটনার পরে রাজ্যের অবস্থা সম্পর্কে খোঁজ নিতে দেখা গিয়েছে তাঁকে। প্রয়োজনে কেন্দ্রীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন শাহ। পাশাপাশি পদপিষ্ট হওয়ার ঘটনায় রাজ্যের কাছে পুর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমকে-নেতৃত্বাধীন রাজ্য সরকার বিজয়ের তীব্র সমালচনা করেছে। তাঁদের দাবি সমাবেশের জন্য নির্দিষ্ট করে দেওয়া বিভিন্ন নির্দেশিকা লঙ্ঘন করেছেন তিনি। যার জেরেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রাজ্য সরকার জানিয়েছে আয়োজকরা পানীয় জল এবং খাবারের জন্য যথাযথ ব্যবস্থা করেননি। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত হাই কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন তিনি। বিচারপতি অরুণা জগদীশন ওই কমিটির নেতৃত্ব দেবেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিনের আক্ষেপ, তামিলনাড়ুর ইতিহাসে এর আগে কোনও রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের প্রাণ যায়নি। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রার্থনা, আগামী দিনে যেন আর এমন দুর্ঘটনা না ঘটে। সোশাল মিডিয়ায় বিজয় লিখেছেন, “আমার হৃদয় বিদীর্ণ। শোকপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যে সব ভাই-বোনেদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।” মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য দেওয়া হবে ১ লক্ষ টাকা।