যেন এক টুকরো মায়াপুর ইসকন! দ্বিতীয় বর্ষের পুজোয় চমক টাকির এই ক্লাবের
প্রতিদিন | ২৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাক্ষণ চলছে হরিনাম। দেওয়ালে শ্রীকৃষ্ণের ছবির মেলা। মণ্ডপে আলোর খেলা। টাকির বুকে যেন এক টুকরো মায়াপুর ইসকন! সেই পুজো মণ্ডপ দেখতে পঞ্চমী থেকেই ভিড় জমিয়েছেন এলাকাবাসী। জমে গিয়েছে বাংলাদেশ সীমান্ত এলাকার পুজো।
টাকি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ক্লাব টাকি টাউন কালচারাল অ্যাসোসিয়েশন। এবার তাদের দ্বিতীয় বছরের পুজো। প্রথম বর্ষে ওড়িশার একটি মন্দিরের আদলে মণ্ডপ করেছিল। এবার মায়াপুর ইসকনের আদলে মণ্ডপ তৈরি করেছে তারা।
কিন্তু মায়াপুর ইসকনই কেন? কর্তৃপক্ষ জানাচ্ছে, টাকির অনেক বৃদ্ধ-বৃদ্ধা দীর্ঘপথ অতিক্রম করে নদিয়ার মায়াপুর ইসকনে যেতে পারেন না। অনেকের আক্ষেপ থেকে যায়। সেই আক্ষেপ কিছুটা দূর করতেই এমন ভাবনা। তাছাড়া তরুণ প্রজন্ম আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের মার্গ দেখানোও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মণ্ডপ দেখতে পর্যটকের ঢল নেমেছে টাকি শহরের প্রাণের পুজোয়।
পুজো কমিটির সম্পাদক প্রদ্যুৎ দাশ বলেন, “বয়সের ভারে দীর্ঘ পথ অতিক্রম করে অনেকেই মায়াপুরের ইসকন মন্দিরে যেতে পারেন না। সেই আক্ষেপ পূরণ করতেই আমাদের এই চিন্তা ভাবনা। পুজোর দিনগুলিতে মায়াপুরের প্রভুদের নিয়ে সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মায়াপুর ইসকন মন্দিরের ভোগের অনুকরণে প্রসাদও দেওয়া হবে।”