• জমি বিবাদ, মালিকানা নিয়ে সমস্যা! পুজোর মুখে লাইসেন্স বাতিলে বিপাকে উত্তরপাড়ার ব্যবসায়ী
    প্রতিদিন | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: পুজোর মুখে হুলুস্থুলু কাণ্ড উত্তরপাড়ায়। জানা গিয়েছে, উত্তরপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে লাইসেন্স ছাড়া হোটেল চালানোর অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। যদিও, সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যাবসায়ী।

    ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে, অভিযোগকারীর জমিতে তাঁর বাবার সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবসা শুরু করেন অভিযুক্ত হোটেল মালিক। কিন্তু পরে তিনি জানতে পারেন, না জানিয়ে অভিযুক্ত ব্যবসায়ী প্রথমে ট্রেড লাইসেন্স এবং পরে ফুড, ফায়ার সহ বিভিন্ন লাইসেন্স তৈরি করে ফেলেন। এই ঘটনা জানার পরই পুরসভায় এবং উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী।

    অভিযোগ পেয়ে হিয়ারিং ডাকা হয় পুরসভার তরফে। সেখানেই অভিযুক্ত ব্যবসায়ীর কাছে অভিযোগের জবাব চাওয়া হয়। পরবর্তীকালে অভিযুক্ত ব্যবসায়ীর নামে তৈরি হওয়া ওই ট্রেড লাইসেন্স বাতিল করে পুরসভা। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে বিনা লাইসেন্সে ওই খাবারের হোটেল চলতে পারে।

    যদিও এবিষযয়ে অভিযুক্ত ব্যবসায়ীর জানিয়েছেন, “আমাদের মধ্যে আইন অনুযায়ী চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী আমরা দোকানের বেশ কিছু কাজ করাই এবং একাধিক বার কাগজ দেওয়ার পর আমরা বৈধ লাইসেন্স করাই। পাশাপাশি প্রতি মাসে আমরা নির্দিষ্ট মুনাফার অংশ তাঁর আকাউন্টে পাঠাই। এখন হঠাৎ ওই ব্যক্তি এই সব অভিযোগ করছেন।” তাঁর দাবি, “আমাদের কাজের সব ধরনের বৈধ নথি আছে। ইতিমধ্যেই আমরা উচ্চ আদালত থেকে সাময়িক স্বস্তি পেয়েছি।” এই ঘটনার কথা জেনে, স্থানীয় কাউন্সিলার বলেন, “শুনেছি দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক চুক্তি নিয়ে কিছু সমস্যা হয়েছে। আইন আইনের পথে চলবে।”
  • Link to this news (প্রতিদিন)