• ‘ডাফলিওয়ালে…’, রামমোহন সম্মিলনীর পুজোয় নাচ জয়াপ্রদার! উসকে দিলেন নস্ট্যালজিয়া
    প্রতিদিন | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো মানে উৎসবে মেতে ওঠার পাশাপাশি নস্ট্যালজিয়ার পালে হাওয়া লাগানোও বটে! সেও উৎসবেরই এক অঙ্গ। শিশুকাল, কিশোরকালে যেমন ছিল পুজোর আনন্দ, তেমনটা যদি আজও ফিরে পাওয়া যায়, তবে তো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ষোল আনাই পূরণ হয়ে যায়! যেমনটা হয়ে গেল উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর পুজোয়। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের তত্বাবধানে এই পুজোয় এবারের অতিথি ছিলেন এককালের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জয়াপ্রদা। পুজো দেখতে এসে মণ্ডপে আটের দশকের জনপ্রিয় গান ‘ডাফলিওয়ালে’ বেজে উঠতেই নিজের সিগনেচার নাচে নেচে উঠলেন ‘সরগম’ নায়িকা! মুগ্ধ হয়ে তা দেখলেন মণ্ডপে হাজির সকলে। প্রৌঢ়ত্ব ছুঁয়ে ফেলা নায়িকার সেই নাচ হার মানিয়ে দেবে আজকের তন্বীদেরও।

    প্রতি বছর নতুন নতুন থিমে চমক দেয় সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজো। এবছর গ্রামবাংলার হারিয়ে যেতে বসা হস্তশিল্প গয়নাবড়িকে শহরের উপকণ্ঠে তুলে এনেছেন এখানকার উদ্যোক্তাকা। এবছর তাদের থিম ? ‘দেবী দুর্গার অলংকার/গয়নাবড়ির অহংকার।’ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ‘সেরা ভাবনা’র জন্য বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছে কুণাল ঘোষের এই পুজো। শনিবারই এই সম্মান এসেছে রামমোহন সম্মিলনীর এই পুজো। আর ওই রাতেই সেই মণ্ডপে হাজির জনপ্রিয় বলিউড অভিনেত্রী জয়াপ্রদা। পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ, ছিমছাম মেকআপ। কিন্তু রূপের ছটা কমেনি একবিন্দুও!

    মণ্ডপে আটের দশকের সুপারহিট সিনেমা ‘সরগম’-এর বিখ্যাত গান ‘ডাফলিওয়ালে’ বেজে উঠতেই নিজের সিগনেচার পোজে নেচে ওঠেন নায়িকা। পাশে দাঁড়িয়ে নাচ দেখে মুগ্ধ কুণাল ঘোষ। মণ্ডপে হাজির দর্শনার্থীরাও হাঁ করে দেখছেন প্রৌঢ়ত্ব ছুঁয়ে ফেলা নায়িকার এমন নিখুঁত নৃত্যভঙ্গিমা দেখে। এভাবেই পঞ্চমীর সন্ধ্যাটা আরও সুন্দর করে তুললেন জয়াপ্রদা।
  • Link to this news (প্রতিদিন)