• বোধনের দিনে বাঘাযতীনে মহিলার রহস্যমৃত্যু, ফ্রিজের পাশেই মিলল দেহ!
    প্রতিদিন | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: ষষ্ঠীতে দেবীর বোধনের দিনেই রহস্যমৃত্যু বাঘাযতীন এলাকার বাসিন্দা এক মহিলার। একতলার একটি ঘরে ফ্রিজের পিছনের অংশ মোছার সময় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু? নাকি অন্যকিছু? সেই প্রশ্ন উঠেছে। যাদবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার নাম নমিতা পাল। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

    কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা ওই মহিলা। এলাকার একটি বাড়ির একতলার অংশে একাই থাকেন তিনি। আজ, রবিবার বেলায় তিনি ঘর পরিষ্কারের কাজ করছিলেন। ফ্রিজের পিছনের দিকের মেঝে ভিজে কাপড় দিয়ে মুছছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেসময়ই তিনি আর্তনাদ করে ওঠেন। আশপাশ থেকে ছুটে যান স্থানীয়রা। দেখা যায় নমিতা পাল মেঝের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। কিছু সময়ের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে যান।

    খবর দেওয়া হয় যাদবপুর থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ফ্রিজের পিছনের দিকের অংশ পরিষ্কার করার সময় কি কোনওভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন? মৃতার হাতে একটি কালো দাগ লক্ষ্য করা গিয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই কি ওই দাগ? সেইসব প্রশ্ন উঠেছে। নাকি হঠাৎ করেই অসুস্থ হয়ে তিনি মারা গেলেন! তদন্তকারীরা জানাচ্ছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সেই রিপোর্ট না এলে পরিষ্কার করে কিছু বলা সম্ভব হয়। নমিতা দেবী অত্যন্ত মিশুকে স্বভাবের ছিলেন। এদিন সকালেও প্রতিবেশীদের সঙ্গে তিনি কথা বলেছেন বলে খবর। পুজোর দিনে এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)