• ষষ্ঠীতে ঠাকুর দেখে মেট্রোয় বাড়ি ফেরার প্ল্যান? শেষ মেট্রো কখন? জেনে নিন সময়সূচি
    এই সময় | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ষষ্ঠীতে উপচে পড়া ভিড় শহরের পুজো মণ্ডপগুলিতে। মেট্রোতে পা রাখার জায়গা নেই। কিন্তু যানজট এড়িয়ে পছন্দের পুজো মণ্ডপগুলির কাছাকাছি পৌঁছতে মেট্রোর জুড়ি মেলা ভার। কিন্তু কতক্ষণ চলবে মেট্রো। প্যান্ডেল হপিংয়ের লেট নাইট প্ল্যান করার আগে জেনে নিন শেষ মেট্রোর সময়সূচি —

    ষষ্ঠীতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো মিলবে ১০টা ৪৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম যাওয়ার শেষ মেট্রোর সময় রাত ১১টা। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য রাত ১০টা ৫১ মিনিটে মিলবে শেষ মেট্রো।

    গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ১১টা ২৮ মিনিটে। অন্য দিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ১১টা ২০ মিনিটে।

    ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবেরাত ১০টা ১৫ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৩৫ মিনিটে।

    পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাট যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়। অন্য দিকে, মাঝেরহাট থেকে জোকা যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৫৫ মিনিটে।

    সপ্তমী, অষ্টমী, নবমী অবশ্য ব্লু লাইন এবং গ্রিন লাইনে রাতভর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। স্বাভাবিক ভাবেই নাইট আউটের প্ল্যান থাকলে, তাঁদের পোয়াবারো।

  • Link to this news (এই সময়)