• অটোর সামনে কুকুরছানার ছবি! একের পর এক রাস্তার কুকুরদের খাইয়ে চলেছেন অটোচালক, সত্য ঘটনায় চোখে জল আসবে আপনারও ...
    আজকাল | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অটোতে লাগানো রয়েছে মাসখানেক আগে মারা যাওয়া পোষ্যের ছবি। আর সেই স্মৃতি আঁকড়েই রোজ পথের সারমেয়দের পেট ভরে খাইয়ে চলেছেন এক অটোচালক। বেঙ্গালুরুর এক যাত্রীর শেয়ার করা এই ঘটনাই এখন মন ভিজিয়ে দিয়েছে নেটপাড়ায়। চালকের এহেন আচরণে মুগ্ধ হয়ে প্রশংসার ঝড় তুলেছেন নেটিজেনরা।

    সম্প্রতি 'ইন্ডিয়ানপেটস' নামের একটি রেডিট গ্রুপে জনৈক ব্যবহারকারী নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি লেখেন, বেঙ্গালুরুতে গরমের ছুটিতে ইন্টার্নশিপ করার সময় তিনি একটি অটো বুক করেন। চালককে পৌঁছতে সামান্য দেরি হবে বলে জানিয়েও রেখেছিলেন। যখন তিনি নির্দিষ্ট জায়গায় পৌঁছন, দেখেন অটোচালক রাস্তার কুকুরদের বিস্কুট খাওয়াচ্ছেন। সাধারণ পার্লে-জি নয়, একেবারে কুকুরদের খাওয়ার বিশেষ বিস্কুট।

    ওই যাত্রী আরও লেখেন, "এর পরের ঘটনা আরও হৃদয়বিদারক। আমি দেখি, চালক তাঁর অটোর সামনে একটি কুকুরের ছবি লাগিয়ে রেখেছেন। জিজ্ঞাসা করতে জানতে পারি, সেটি তাঁরই পোষ্য ছিল, যে মাসখানেক আগেই মারা গিয়েছে। মাত্র চার মাস বয়স হয়েছিল কুকুরছানাটির।"

    নিজে একজন পশুপ্রেমী হওয়ায় এই দৃশ্য দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন বলে জানান ওই যাত্রী। তিনি লেখেন, "গন্তব্যে পৌঁছনোর পর আমি চালককে ভাড়ার অতিরিক্ত ১০০ টাকা দিই, যাতে তিনি কুকুরদের জন্য আরও বিস্কুট কিনতে পারেন। প্রথমে তিনি এটি নিতে অস্বীকার করেন। কিন্তু আমি যখন বলি, 'এই টাকাটা আপনার জন্য নয়, ওই আদুরে কুকুরগুলোর জন্য', তখন তিনি রাজি হন। এটি নিছক ছোট্ট একটি মুহূর্ত, কিন্তু আমার মনে গেঁথে গিয়েছে।"

    রেডিটের এই আবেগঘন পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কমেন্ট সেকশনে উপচে পড়েছে মানুষের ভালবাসা। একজন পশুপ্রেমী লিখেছেন, "দয়া করে এই মানুষটির যোগাযোগ নম্বর দিন। আমি বেঙ্গালুরুতে আমার বাড়িতে গেলে সমস্ত কাজের জন্য শুধু ওঁর অটোই ব্যবহার করব। এই ধরনের মানুষেরা সম্পদ, এঁদের পাশে দাঁড়ানো উচিত।"

    অন্য এক জন মন্তব্য করে বলেন, "কী ভাল এক জন মানুষ!" আর এক জনের কথায়, "এটি দেখে আমার দিনটাই ভাল হয়ে গেল।" চালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ব্যবহারকারী লেখেন, "আমার চোখে জল এসে গিয়েছে। ওই ছোট্ট কুকুরছানাটার জন্য খুব কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত, এই মানুষটি তাকে খুব যত্নে রেখেছিলেন।" আর এক জনের মন্তব্য, "তিনি যে ভালবাসা আর সহমর্মিতা ছড়িয়ে দিচ্ছেন, তা যেন দ্বিগুণ হয়ে তাঁর কাছে ফিরে আসে।"
  • Link to this news (আজকাল)