অষ্টমী-নবমী ঠাকুর দেখার প্ল্যান! শহরের সেরা পুজোগুলি দেখুন মেট্রো চড়ে, রইল ব্লু লাইনের রুটম্যাপ
দৈনিক স্টেটসম্যান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
দুর্যোগের মধ্যে দিয়েও এবারের দুর্গাপুজো শুরু হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে তিলোত্তমা কলকাতা। তবে নিম্নচাপের ভ্রুকুটি এখনও পুরোপুরি কাটেনি। কিন্তু সেই সব ভবিষ্যৎবাণীকে তোয়াক্কা না করেই পুজোয় মেতে উঠেছে বাংলা তথা কলকাতার মানুষ। চতুর্থী থেকেই কলকাতার রাস্তাঘাট ভিড়ে কিলবিল করছে। শহরের প্রতিটি কোণায় ঠাকুর দেখতে মানুষের ঢল নেমেছে। যানজট, লম্বা লাইন আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা যেন তুচ্ছ হয়ে যায়। যদিও মেট্রো এই ভিড় অনেকটাই সামাল দেয়। অষ্টমী ও নবমী যাঁরা থিমকেন্দ্রিক ঠাকুর দেখার পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য মেট্রো যাত্রা সব থেকে সুবিধাজনক। গন্তব্যস্থলে দ্রুতই পৌঁছনো তো যাবেই সেইসঙ্গে পকেট সাশ্রয়ীও। মেট্রোর কোন স্টেশনের সবচেয়ে কাছে পুজো মণ্ডপ, কোন কোন ঠাকুর দেখতে পারবেন এক ঝলকে চলুন দেখেনি।
নোয়াপাড়া মেট্রো স্টেশনের খুব কাছেই দাদাভাই সঙ্ঘ। আর তার পাশেই রয়েছে গ্রিন পার্ক ও নেতাজি ইউনাইটেড ক্লাবের পুজো। নোয়াপাড়ার এই দুই ঠাকুর দেখতে গেলে মেট্রোই বেস্ট অপশন। এছাড়া নোয়াপাড়া থেকে মেট্রো রুট ধরে দমদম চলে এলে তরুণ সংঘ, দমদম পার্ক ভারতচক্র এবং দমদম পার্ক যুবকবৃন্দের প্রতিমা দর্শন করা যাবে। সিঁথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাব ও দমদম পার্ক সর্বজনীনও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।
দমদম থেকে কলকাতার উত্তরের ঠাকুর দেখতে এলে মেট্রো ভালো অপশন। মেট্রো করে বেলগাছিয়া চলে এলেন। কলকাতার ব্লু লাইনের এই স্টেশনে যে কোনও জায়গা থেকেই আসা যাবে সহজে। টালা প্রত্যয়, টালা বারোয়ারি বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে যাওয়া যাবে। কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতি বছর অগুনতি মানুষের ভিড় হয় এই পুজো দেখতে। বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে শ্রীভূমির এই ঠাকুরও দেখা যাবে।
বেহালা হয়ে বড়িশা ক্লাব, হরিদেবপুর অজেয় সঙ্ঘ, ৪১ পল্লি- সব একসঙ্গে। মেট্রো স্টেশনগুলো থেকে নামলেই সহজে পৌঁছানো যাবে জনপ্রিয় মণ্ডপে, ভিড় এবং যানজট এড়িয়ে। অষ্টমী ও নবমীতে দর্শনার্থীদের জন্য এটি একটি কার্যকর ও সময়সাশ্রয়ী উপায়।