• অষ্টমী-নবমী ঠাকুর দেখার প্ল্যান! শহরের সেরা পুজোগুলি দেখুন মেট্রো চড়ে, রইল ব্লু লাইনের রুটম্যাপ
    দৈনিক স্টেটসম্যান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্যোগের মধ্যে দিয়েও এবারের দুর্গাপুজো শুরু হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে তিলোত্তমা কলকাতা। তবে নিম্নচাপের ভ্রুকুটি এখনও পুরোপুরি কাটেনি। কিন্তু সেই সব ভবিষ্যৎবাণীকে তোয়াক্কা না করেই পুজোয় মেতে উঠেছে বাংলা তথা কলকাতার মানুষ। চতুর্থী থেকেই কলকাতার রাস্তাঘাট ভিড়ে কিলবিল করছে। শহরের প্রতিটি কোণায় ঠাকুর দেখতে মানুষের ঢল নেমেছে। যানজট, লম্বা লাইন আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা যেন তুচ্ছ হয়ে যায়। যদিও মেট্রো এই ভিড় অনেকটাই সামাল দেয়। অষ্টমী ও নবমী যাঁরা থিমকেন্দ্রিক ঠাকুর দেখার পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য মেট্রো যাত্রা সব থেকে সুবিধাজনক। গন্তব্যস্থলে দ্রুতই পৌঁছনো তো যাবেই সেইসঙ্গে পকেট সাশ্রয়ীও। মেট্রোর কোন স্টেশনের সবচেয়ে কাছে পুজো মণ্ডপ, কোন কোন ঠাকুর দেখতে পারবেন এক ঝলকে চলুন দেখেনি।

    নোয়াপাড়া মেট্রো স্টেশনের খুব কাছেই দাদাভাই সঙ্ঘ। আর তার পাশেই রয়েছে গ্রিন পার্ক ও নেতাজি ইউনাইটেড ক্লাবের পুজো। নোয়াপাড়ার এই দুই ঠাকুর দেখতে গেলে মেট্রোই বেস্ট অপশন। এছাড়া নোয়াপাড়া থেকে মেট্রো রুট ধরে দমদম চলে এলে তরুণ সংঘ, দমদম পার্ক ভারতচক্র এবং দমদম পার্ক যুবকবৃন্দের প্রতিমা দর্শন করা যাবে। সিঁথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাব ও দমদম পার্ক সর্বজনীনও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।

    দমদম থেকে কলকাতার উত্তরের ঠাকুর দেখতে এলে মেট্রো ভালো অপশন। মেট্রো করে বেলগাছিয়া চলে এলেন। কলকাতার ব্লু লাইনের এই স্টেশনে যে কোনও জায়গা থেকেই আসা যাবে সহজে। টালা প্রত্যয়, টালা বারোয়ারি বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে যাওয়া যাবে। কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতি বছর অগুনতি মানুষের ভিড় হয় এই পুজো দেখতে। বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে শ্রীভূমির এই ঠাকুরও দেখা যাবে।

    শ্যাম স্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সর্বজনীন, শোভাবাজার সুতানুটি ও রাজবাড়ির পুজো শ্যামবাজার মেট্রোয় নেমে যাওয়া যাবে। এছাড়া কুমোরটুলি পার্ক, আহিরীটোলা, কাশী বোস লেন, তেলেঙ্গাবাগান, হাতিবাগান নবীনপল্লি, সিকদার বাগানও একসঙ্গে ঘুরে দেখা সম্ভব।

    গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে যাওয়া যাবে চালতাবাগান, সিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং। মেট্রো থেকে নেমে সব ক’টাই পায়ে হাঁটা দূরত্বে। মহাত্মা গান্ধী রোড (এমজি রোড), মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, দর্শনার্থীদের ভিড় বেশি হয়। সেন্ট্রালে নেমে যাওয়া যাবে সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, লেবুতলা পার্ক। এছাড়া উত্তর কলকাতার মণ্ডপ দর্শনের পর মেট্রো ধরে দক্ষিণের মণ্ডপে পৌঁছানো যাবে।

    নেতাজি ভবন মেট্রোর কাছে পদ্মপুকুর বারোয়ারি, ভবানীপুর ৭৫ পল্লি, হরিশ পার্ক, সঙ্ঘশ্রী এবং সঙ্ঘমিত্র। আর যতীন দাস পার্কের সামনে ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, বকুলবাগান, আদি বালিগঞ্জ। কালীঘাট মেট্রোর সামনে বাদামতলা আষাঢ় সঙ্ঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন। রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে মুদিয়ালি, শিবমন্দির, সুরুচি সঙ্ঘ।

    বেহালা হয়ে বড়িশা ক্লাব, হরিদেবপুর অজেয় সঙ্ঘ, ৪১ পল্লি- সব একসঙ্গে। মেট্রো স্টেশনগুলো থেকে নামলেই সহজে পৌঁছানো যাবে জনপ্রিয় মণ্ডপে, ভিড় এবং যানজট এড়িয়ে। অষ্টমী ও নবমীতে দর্শনার্থীদের জন্য এটি একটি কার্যকর ও সময়সাশ্রয়ী উপায়।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)