• অষ্টমী পর্যন্ত স্বস্তি, দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস
    দৈনিক স্টেটসম্যান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • মা দুর্গার বোধনের দিন খুশির খবর দিল হাওয়া অফিস। অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নবমীর দিন ফের দানা বাঁধবে আরও একটি নিম্নচাপ। এর জেরে দশমী ও একাদশীর দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। নবমীর নিম্নচাপে সমুদ্রে উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ১ অক্টোবর বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গে সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম। মূলত রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আবহাওয়া থাকতে পারে। নবমীর রাত থেকে গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

    আগামী কয়েকদিন উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তমীতে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। দশমী ও একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একাদশীতে দার্জিলিং-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)