মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হল রাজ্য সরকার। পরিবহন দপ্তর এবং একটি বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা যৌথভাবে মহিলাদের জন্য চালু করল বিশেষ অ্যাপ ক্যাব পরিষেবা। এর নাম দেওয়া হয়েছে ‘উমা – এমপাওয়ারিং উইমেন’। যাত্রী সাথী অ্যাপ দিয়ে এই ক্যাবগুলি বুক করা যাবে। প্রাথমিকভাবে ২০টি গাড়ি দিয়ে পরিষেবা চালু করা হয়েছে। যাত্রীদের মধ্যে সাড়া মিললে আরও ক্যাব রাস্তায় নামানো হবে বলে জানা গিয়েছে।
এখন স্মার্ট ফোনের যুগ হলেও, অনেকেই পুরনো ফোন ব্যবহার করেন। তাঁদের কথা মাথায় রেখে সংস্থার তরফে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট নম্বরে ফোন করেও যাত্রীরা ক্যাব বুক করতে পারবেন। শুধুমাত্র মহিলা চালকরাই উমা ক্যাব চালাবেন। সারাদিনে দুটি শিফটে গাড়ি মিলবে। প্রথম শিফটটি হল, সকাল ৭টা থেকে দুপুর ১টা আর দ্বিতীয় শিফটটি হল দুপুর ২টো থেকে রাত ৮টা। আপাতত রাত্রিকালীন পরিষেবা থাকছে না। পরবর্তীকালে তা চালু হতে পারে।
পরিবহন সচিব সৌমিত্র মোহন বলেন, ‘উমা-র মাধ্যমে মহিলা যাত্রীদের সুরক্ষা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে পেশাদার মহিলা চালকই গাড়ি চালাবেন।ড্রাইভারদের ব্যাকগ্রাউন্ড চেক করার পর, তাঁদের নির্দিষ্ট ট্রেনিংয়ের মধ্যে নিয়ে যাওয়ার পরই গাড়ি চালতে দেওয়া হচ্ছে। পরিবহন দপ্তর সূত্রে খবর, উমা হল দেবী দুর্গার অপর নাম। শক্তির, নিরাপত্তা ও সুরক্ষার প্রতীক উমা। তাই এই অ্যাপ ক্যাব পরিষেবার নাম দেওয়া হয়েছে উমা।
মোট তিনটি ক্যামেরা ব্যবহার করা হবে ক্যাবগুলিতে। একটি চালকের উপর এবং আরও একটি ক্যামেরা রাস্তার উপরে নজর রাখবে। এর পাশাপাশি মহিলা চালকদের কথা ভেবে সংস্থার কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটি গাড়ি প্রত্যেক মুহূর্তে গতিবিধির ওপরে নজর রাখা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, দিনের কোনও সময় মহিলা যাত্রীর অভাব থাকলে প্রবীণ নাগরিকদের গন্তব্যে পৌঁছে দেবে উমা।
যাত্রীসুরক্ষা সুনিশ্চিত করতে নানা ধরনের প্রযুক্তির ব্যবহারও করা হচ্ছে ক্যাবগুলিতে। এতে থাকবে রিয়েল টাইম জিপিএস-এর ব্যবস্থা। এর ফলে গাড়িটি কখন কোথায় যাচ্ছে, সেটা খুব সহজেই বোঝা সম্ভব হবে। গাড়িগুলিতে থাকবে এসওএস বাটন। এই বাটন টিপে খুব জরুরি পরিস্থিতিতে সাহায্য চাইতে পারবেন যাত্রীরা। যদি কোথাও গাড়ি বিকল হয়ে পড়ে, নিকটবর্তী রোড সাইড অ্যাসিস্ট্যান্স বা মারুতি সংস্থার সঙ্গে যোগাযোগ করলে সাহায্য মিলবে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রসঙ্গত, ২০১৯ সালের প্রথম দিকে মহিলা চালিত অ্যাপ ক্যাব চালু হয়েছিল, যার পোশাকি নাম দেওয়া হয়েছিল ‘পিংক ট্যাক্সি’। কিন্তু সেই পরিষেবা যাত্রীদের মধ্যে তেমন সাড়া পারেনি। ফলে কয়েকবছরের মধ্যেই বন্ধ হয়ে যায় ওই পরিষেবা। সূত্রের খবর, যেসব মহিলা চালকরা পিংক ট্যাক্সি চালাতেন, তাঁরা চাইলে উমা ক্যাব পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারবেন।