তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে হুগলিতে উত্তেজনা
দৈনিক স্টেটসম্যান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
উৎসবের শুভেচ্ছা জানিয়ে এলাকায় একাধিক পোস্টার লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই সব পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলির উত্তরপাড়ায়। এই এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাউন্সিলর অর্ণব রায়ের পোস্টার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিরোধীদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
ষষ্ঠীর দিন সকালে উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা দেখতে পান, দোলতলা, মাখলা, কাঁঠাল বাগান বাজার-সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে যে পোস্টারগুলি লাগানো হয়েছিল সেগুলি ছিঁড়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ পোস্টারেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ও কাউন্সিলের অর্ণব রায়ের ছবি ও নামের অংশ ছেঁড়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই ছেঁড়া পোস্টারগুলি সরিয়ে দেয় নেতৃত্ব। দলের তরফে শীর্ষ নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়। কাউন্সিলরের অভিযোগ, রাতের অন্ধকারে এই সব কাজ করেছে দুষ্কৃতীরা। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জিও জানিয়েছেন তিনি।
উত্তরপাড়া শহর তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ এবিষয়ে জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পোস্টার ছেঁড়া হয়েছে। এই ঘটনায় প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ঘটনা খুবই নিন্দনীয়। অন্যদিকে, এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে দেখছেন বিরোধীরা। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।