সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে উৎসবের মরশুম। তার মধ্যেই নির্মম ঘটনা। গুণধর সন্তানের হাতে খুন হলেন মা! মদ কেনার পয়সা না দেওয়ায় ৫৫ বছরের প্রৌঢ়াকে পিটিয়ে মারলেন যুবক। রবিবার উত্তরপ্রদেশের সাহরানপুরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নগর কোতোয়ালির থানার নির্ভয়াপুরম কলোনিতে শনিবার মাঝরাতে হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত যুবকের নাম অক্ষয়। মা আশাদেবীর কাছে মদ কেনার জন্য পয়সা চেয়েছিলেন তিনি। যদিও আশাদেবী জানান, তার কাছে টাকা নেই। এরপর গুণধর ছেলে মদ কেনার জন্য মায়ের গয়নার দাবি চায়। পুলিশ আধিকারিক মুনিশ চাঁদ জানান, আশাদেবী গয়না দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে বচসা শুরু হয়।
এক সময় অক্ষয় বেধড়ক মারধর শুরু করে মাকে। এমনকী রাগের বশে তিনি আশাদেবীর মাথা দেওয়ালে ঠুকে দেন। গুরুতর আহত প্রৌঢ়ার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দিন পনেরো আগে বিহার থেকে সাহরানপুরে ফেরেন অক্ষয়। তিনি মানসিক ভেবে ভেঙে পড়েছিলেন দু’দিন আগে সদ্য বিবাহিত স্ত্রী বাপের ফিরে যাওয়ায়। এর পরেই মায়ের সঙ্গে বচসায় চরম কাণ্ড। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারির খবর নেই।