মাথার দাম ছিল ১ লক্ষ টাকা! যোগীরাজ্যে এনকাউন্টারে খতম ‘ডাকাত সর্দার’
প্রতিদিন | ২৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম দাগি অপরাধী। খুন, ডাকাতি-সহ ৩৬টি গুরুতর মামলায় অভিযুক্ত কুখ্যাত ওই অপরাধীর মাথার দাম ছিল এক লক্ষ টাকা। নইম নামে ওই অভিযুক্তের কাছ থেকে ২টি পিস্তল ও বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
মিরপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে খবর ছিল পুলিশের হিটলিস্টে থাকা দাগি অপরাধী নইমকে এলাকায় দেখা গিয়েছে। সেইমতো প্রস্তুতি নিয়ে তার খোঁজে নামে পুলিশ। বাইকে যাওয়ার সময় পুলিশকে পিছু নিতে দেখে গুলি চালায় অভিযুক্ত। অপরাধীর ছোড়া গুলি লাগে ইন্সপেক্টর বাবলু বর্মার বুলেটপ্রুফ জ্যাকেটে ও হেড কনস্টেবল কালু রামের হাতে। পালটা গুলি চালায় পুলিশ। নইমের বুকে গুলি বিঁধতেই মাটিতে পড়ে যায় সে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশের তরফে জানানো হয়েছে, নইম খালাপার থানা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অপরাধের সঙ্গে যুক্ত। দিল্লি, মিরাট, নয়ডা এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৩৬টি অপরাধের মামলা রয়েছে। যার মধ্যে বেশিরভাগই খুন, খুনের চেষ্টা, ডাকাতি, তোলাবাজি ও ভয় দেখানোর মতো ঘটনা। তাকে পাকড়াও করতে একাধিকবার অভিযানও চালানো হয়। অবশেষে এনকাউন্টারে মৃত্যু হল নইমের। জানা গিয়েছে, এনকাউন্টার চলাকালীন নইমের সঙ্গে আরও এক অপরাধী ছিল। গুলির লড়াই চলাকালীন বাইক ফেলে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় সে। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। দুই বাইক ও পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে।