২৬ তারিখ জারি করা বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, সকাল ৭টার আগে মাইক বাজানো যাবে না। রাত ৯টার মধ্যে বন্ধ করে দিতে মাইক। স্থানীয় নাগরিক মঞ্চ শব্দ দানবের দৌরাত্ম্যে রুখতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও প্রচার করছিল। কার্যত তাদের দাবি মেনে এই সিদ্ধান্ত বলে দাবি একাংশের।
পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল এলাকায় যথাক্রমে ৭৫, ৬৫ ও ৫৫ ডেসিবলের মধ্যে মাইক বাজাতে হবে। সাইলেন্স জোন যেমন হাসপাতাল, নার্সিংহোম, শিক্ষাঙ্গন, আদালতের একশো মিটারের মধ্যে কোনওরকম মাইক বাজানো যাবে না। কমিশনারেটের এলাকার সমস্ত পুজো কমিটিগুলিকে এই নির্দেশ মানতে হবে। এছাড়াও আগের যে সমস্ত নিয়ম ছিল তা বলবৎ থাকবে।
পুজোর মরশুমে বাড়ে ডিজের দৌরাত্ম্য। তা কমাতে দীর্ঘদিন ধরেই পথে রয়েছে বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ। জনসচেতনতায় বিলি করেছে লিফলেটও। মঞ্চের সাধারণ সম্পাদক গৌতম সরকার বলেন, “নির্দেশিকা জারি করেছে প্রশাসন। তা খুব ভালো। তবে এই নির্দেশিকা না মানলে ব্যবস্থাও নিতে হবে। না হলে কোনও মূল্য থাকবে না।” মঞ্চের সহ-সম্পাদক জয়ন্তকুমার পাঁজার কথায়, “নির্দেশিকা মানা হয় কি? গণেশ পুজোতেও সব নির্দেশ অমান্য করে রাস্তাজুড়ে মধ্যরাত পর্যন্ত মাইক বাজানো হয়েছে।” নতুন নির্দেশিকার পর শব্দের অত্যাচার কমবে কি না, সেই দিকেই তাকিয়ে প্রবীণ নাগরিকরা।