পুজোর মাঝে রাজনৈতিক অশান্তি হুগলিতে, ছেড়া হল তৃণমূল সাংসদ-কাউন্সিলরের ছবি!
প্রতিদিন | ২৯ সেপ্টেম্বর ২০২৫
সুমন করাতি, হুগলি: শারদোৎসবের আনন্দের মাঝে রাজনৈতিক অশান্তি হুগলির উত্তরপাড়ায়। একাধিক জায়গায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলরের পোস্টার ছেড়া অবস্থায় নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। পুজোর সময় রাজনৈতিক আক্রমণের অভিযোগ তুলে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন কাউন্সিলর অর্ণব রায়। তৃণমূলের অভিযোগ, এই কাজ বিরোধীদের। বিজেপির পালটা দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তবে সাংসদের পোস্টার ছেড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনা ঠিক কী ঘটেছে? উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় জানান, ষষ্ঠীর সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, দোলতলা, মাখলা, কাঁঠাল বাগান বাজার-সহ বিভিন্ন জায়গায় উৎসবের শুভেচ্ছা জানিয়ে পোস্টার দেওয়া হয়েছিল। সেই পোস্টার থেকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ও কাউন্সিলের ছবি, নামের অংশ ছেড়া হয়েছে। তা দেখামাত্রই তৃণমূল নেতারা সেসব পোস্টার সরিয়ে দেন এবং দলের উচ্চ নেতৃত্বকে জানান। কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের কাজ করল, সেই প্রশ্ন তুলেছেন কাউন্সিলর অর্ণব রায়। সেইসঙ্গে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি।
যদিও এই বিষয় উত্তরপাড়া শহর তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ জানান, ”আমি শুনেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও পোস্টার ছেড়া হয়েছে। কীভাবে এটা সম্ভব হল? প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে তদন্তের কাজ করা হোক। যদিও আমার ধারণা, এটা কখনওই দলের কারও কাজ নয়, বিরোধী দল হলেও হতে পারে। কিন্তু এই সংস্কৃতি কখনওই উত্তরপাড়ার রাজনীতিতে হতে পারে না। যে বা যারা এই উৎসবের সময় এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন, তাদের কাজ অত্যন্ত নিন্দনীয়।”
এই বিষয়ে জেলার যুব সহ-সভাপতি অর্ণব রায় বলেন, ”এই ঘটনা খুবই নিন্দনীয়। আমার নামের পোস্টার ছিড়েছে, সেটা কোনও বিষয় নয়। কিন্তু আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিড়েছে, এটা খুবই লজ্জার। এই ঘটনা বরদাস্ত করা যায় না। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।” যদিও উত্তরপাড়ায় এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবেই দেখছে বিরোধীরা। তাদের বক্তব্য, উত্তরপাড়া এলাকায় যেভাবে তৃণমূলের গোষ্ঠী গজিয়ে উঠেছে, এগুলো ওদের নিজেদের কাজ।