স্ত্রীকে ‘খুন’ করে পেট্রল ঢেলে বাড়ি জ্বালিয়ে দিল স্বামী! হাড়হিম ঘটনা পুরুলিয়ায়
প্রতিদিন | ২৯ সেপ্টেম্বর ২০২৫
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ষষ্ঠীর দিন হাড়হিম করা ঘটনা পুরুলিয়ায়। স্বামীর হাতে খুন হলেন স্ত্রী! স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহ চলছিল বলে খবর। অভিযোগ, তার জেরেই স্ত্রীকে প্রথমে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়। পরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়! মৃতার নাম মাধুরী মোদক। পুলিশ অভিযুক্ত স্বামী নবীন মোদককে গ্রেপ্তার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে বলরামপুর থানা এলাকার করমা গ্রামে। স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছল বলে খবর। ওই দম্পতির একমাত্র মেয়ে অনিতার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। তাঁর শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডের বড়াম এলাকায়। গতকাল, শনিবার রাতে নবীন ও মাধুরীর মধ্যে অশান্তি আরও বেড়েছিল বলে খবর। অভিযোগ, ভোররাতে ঘরের মধ্যে স্ত্রীকে প্রথমে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে নবীন। সেখানেই থামেননি তিনি। বাইরে রাখা স্কুটির ট্যাঙ্ক থেকে পেট্রল বার করে স্ত্রীর শরীর ও বাড়ির অন্যান্য অংশে ঢেলে আগুন ধরিয়ে দেন! সেই আগুন ঘরেও মুহূর্তে ছড়িয়ে পড়ে।
ভোররাতে আগুন দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘরের কাছে গিয়ে দেখা যায় হাড়হিম করা দৃশ্য। ঘরের ভিতর আগুন জ্বলছে, আর নবীন কুড়ুল নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। খবর দেওয়া হয় বলরামপুর থানায়। দ্রুত পুলিশ ও দমকম ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা কিছু সময়ের মধ্যে ওই বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মৃতদেহের অনেকটাই দগ্ধ হয়েছে। পুলিশ সেই দগ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। ঘটনার খবর পেয়ে মেয়ে অনিতাও শ্বশুরবাড়ি থেকে বলরামপুরে পৌঁছেছেন। পুজোর আবহে এহেন নারকীয় ঘটনায় আতঙ্কিত, শোকস্তব্ধ করমা গ্রাম।