শুল্ক চাপিয়ে ভারতীয় অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা! বহরমপুরের এই পুজোয় এবার ‘অসুর’ ট্রাম্প
প্রতিদিন | ২৯ সেপ্টেম্বর ২০২৫
কল্যাণ চন্দ্র, বহরমপুর: কিছুদিন আগেও ছিল বন্ধু। এখন সম্পর্কের অবনতি হয়েছে ভারত-আমেরিকার। অক্টোবর থেকে ওষুধ শিল্পে ১০০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প সরকার। অন্যান্য পণ্যের উপরও ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্স ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে গোঁদের উপর বিষফোঁড়ার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমেরিকায় এরপর যে সব ভারতীয় যাবেন, তাঁদের ভিসার জন্য বিপুল অঙ্ক গুনতে হবে। এবার তার জের গিয়ে পড়ল বাঙালির সব চেয়ে বড় উৎসব দুর্গাপুজোয়। দেবী দুর্গার মূর্তিতে ‘অসুর’ রূপে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্স ডোনাল্ড ট্রাম্পকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে।
বহরমপুর শহরের খাগড়া শ্মশানঘাটের দুর্গাপুজো কমিটির এবারের দুর্গাপুজো ৫৯ বছরে পড়ল। সেই পুজোতেই এবার দেবীর দুর্গার অসুর রূপে দেখা গিয়েছে ট্রাম্পকে। এবার থিমই হল ‘অসুররূপী ট্রাম্প’। কিন্তু কেন এমন পরিকল্পনা? উদ্যোক্তারা জানিয়েছেন, ভারতের অর্থনীতি ক্রমশ উন্নত হচ্ছে। গোটা বিশ্বের মধ্যে অর্থনীতিতে ভারত চতুর্থ স্থানে উঠে আসছে। ক্রমশ আরও উন্নত হবে ভারতীয় অর্থনীতি। সেখানেই বাধ সেজেছেন ডোনাল্ড ট্রাম্প। পণ্য ও ওষুধে বিপুল পরিমাণ শুল্ক চাপিয়ে ভারতের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা চলছে। সেজন্যই এবার এখানে ডোনাল্ড ট্রাম্পকে অসুর বানানো হয়েছে।
বহরমপুর শহরের মৃৎশিল্পী অসীম পাল এই মূর্তি তৈরি করেছেন। এখানে অসুররূপী ট্রাম্প দুর্গার বাহন সিংহের পিঠের উপর। অসুরের মুখের আদল ট্রাম্পের মতো। মাথায় সোনালি রঙের চুল। গায়ের রঙও সাদাটে ধরনের। হাতে রয়েছে খোলা তলোয়ার। অসুররূপী ট্রাম্পকে দেখার জন্য মানুষজনও ভিড় করছেন মণ্ডপে। চলছে সেলফি তোলার হিড়িক। এই থিমের কথা লোকমুখেই ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষদের মধ্যে। দর্শনার্থীরাও সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।