অষ্টমী পর্যন্ত রেহাই! নেই ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে দশমী
প্রতিদিন | ২৯ সেপ্টেম্বর ২০২৫
নিরুফা খাতুন: আজ দেবীর বোধন। রবিবার ষষ্ঠীর দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ হাওড়া, হুগলি ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
নবমীর দিন ফের দানা বাঁধবে আরও একটি নিম্নচাপ! তার জেরে দশমী ও একাদশীর দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নবমীর নিম্নচাপে সমুদ্রে উত্তাল থাকবে। ১ অক্টোবর বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম। রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আবহাওয়া থাকতে পারে। তবে নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা।
কেমন থাকবে কলকাতার আকাশ? রবিবার সকালে কলকাতায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। বেলার দিকে মেঘলা আকাশের সম্ভাবনা। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বুধবার নবমীতে ফের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি।
রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল সোমবার সপ্তমীতে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সব জেলায়। দশমী ও একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একাদশীতে দার্জিলিং-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।