• পুজোতেও ছুটি নেই! সকাল-সন্ধ্যা প্যান্ডেলে ডিউটিতে চারপেয়ে পলি-মলিরা
    প্রতিদিন | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: আজ ষষ্ঠী। সর্বত্র উৎসবের আমেজ। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়ে ঠাসাঠাসি অবস্থা। কিন্তু ছুটি নেই কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের চারপেয়েদের। সকাল থেকে সন্ধ্যা, শহরের বড় পুজোগুলিতে ডিউটিতে পলি-মলিরা। উদ্দেশ্য নিরাপত্তা নিশ্চিত করা।

    যে কোনও অপ্রীতিকর ঘটনার শিকড়ে পৌঁছতে কলকাতা পুলিশের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র ডগ স্কোয়াড। পুজোতেও ছুটি নেই সেই চারপেয়েদের। এবারের ডিউটিতে মোট ৮ জন। তাদের মধ্যে রয়েছে ল্যাব, জার্মান শেপার্ডের মতো কুকুর। জানা গিয়েছে, তৃতীয়া ও চতুর্থীর সকাল থেকেই কাজে বেরচ্ছে ওরা। ৪ জন করে দুটি ভাগে নিয়ে যাওয়া হচ্ছে উত্তর ও দক্ষিণের বড় পুজো মণ্ডপগুলিতে।

    কী কাজ করছে ওরা? পুলিশ সূত্রে খবর, মূলত বড় পুজো প্যান্ডেলগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে ওদের। কোন প্য়ান্ডেলে নিয়ে যাওয়া হবে তা ঠিক করছেন বম্ব স্কোয়াড ও গোয়েন্দা দপ্তরের কর্তারা। প্রথমেই প্যান্ডেলের আশপাশের এলাকা ঘুরে দেখছে পলি-মলিরা। এরপর যেখানে লাইন করা হচ্ছে, সেই জায়গায় ঘোরানো হচ্ছে চারপেয়েদের। যে গর্তে বাঁশ পোঁতা হয়েছে, সেগুলিও দেখছে। সব দেখে সবুজ সংকেত দিলেই নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী মণ্ডপে।
  • Link to this news (প্রতিদিন)