অরূপ বসাক, মালবাজার: সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পর থেকে বদলে যেতে শুরু করে প্রেমিকা। হাজারও চেষ্টাতেও জোড়া লাগেনি সম্পর্ক। তা নিয়ে টানাপোড়েনের মাঝেই ভয়ংকর সিদ্ধান্ত নিলেন যুবক। পুজোর মধ্যে ঘর থেকে উদ্ধার দেহ। প্রাথমিকভাবে অনুমান, বিচ্ছেদের অপমানেই এই চরম সিদ্ধান্ত। ইতিমধ্যেই মৃতের প্রেমিরা ও তার বাবাকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম শুভঙ্কর বণিক। বয়স ২৪ বছর। পরিবার সূত্রে খবর, সুইটি বণিক নামে এক যুবতীর সঙ্গে প্রায় ৭ বছরের সম্পর্ক শুভঙ্করের। একটা সময় প্রেমিকাকে পড়াশোনা করিয়েছেন ওই যুবকই। বছর দুয়েক আগে সেনাবাহিনীতে কনস্টেবল পদে চাকরি পান সুইটি। সেখানেই সমস্যার সূত্রপাত। এরপর থেকেই নাকি বদলে যেতে শুরু করেন তরুণী। প্রেমিকের সঙ্গে বাড়ান দূরত্ব। এ নিয়ে অশান্তি চলছিলই। এসবের মাঝেই গত শুক্রবার প্রেমিকা সুইটি নাকি শুভঙ্করকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
পরিবার সূত্রে খবর, ফিরে আসার পর বাড়িতেই মেলে শুভঙ্করের ঝুলন্ত দেহ। অভিযোগ, সুইটির কারণেই আত্মহত্যা করেছেন যুবক। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের আত্মীয়রা জানান, মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে দু’জনকে আটক করেছে পুলিশ।