• পুজোয় বৃষ্টির আশঙ্কা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য, নজরদারিতে খোদ মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: পুজোয় রয়েছে বৃষ্টির আশঙ্কা। সেদিকে লক্ষ‌্য রেখে প্রস্তুত রয়েছে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত প্রতিটি দপ্তর। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত পরিস্থিতির দিকে নজর রাখছেন। প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন শীর্ষ আধিকারিকদের। আপৎকালীন পরিস্থিতি সামলানোর জন্য সবরকম ব‌্যবস্থা করা হয়েছে। কন্ট্রোল রুমে উপস্থিত থাকছেন একজন সিনিয়ার আইএএস অফিসার। এছাড়া ২৪ ঘণ্টা সেখানে দু’জন করে ডব্লুবিসিএস পদমর্য়াদার অফিসারও রয়েছেন।

    গত সপ্তাহে অতিভারী নিম্নচাপের বৃষ্টি বিপর্যস্ত করেছিল কলকাতাতে। পুজোর মাঝেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, নবমীর দিন ফের দানা বাঁধবে আরও একটি নিম্নচাপ! তার জেরে দশমী ও একাদশীর দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। নবমীর নিম্নচাপে সমুদ্রে উত্তাল থাকবে। ১ অক্টোবর বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস। সেই সব দিক মাথায় রেখেই, আমজনতার স্বার্থে প্রস্তুত সরকার।

    প্রশাসনিক সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গোৎসবের জন্য কন্ট্রোল রুম চালু থাকছে। কালীপুজোর জন্য ২০ থেকে ২৪ অক্টোবর দ্বিতীয় দফায় চালু থাকবে কন্ট্রোল রুম। ছট পুজোয় ২৭ ও ২৮ অক্টোবরও চালু রাখা হবে কন্ট্রোল রুম।
  • Link to this news (প্রতিদিন)